Banner

গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana


 গণেশ বন্দনা : জীবনে আসবে সমৃদ্ধির ছোঁয়া

গণেশ মন্ত্র - গণেশ পুজোর বিবিধ মন্ত্র রয়েছে তবে যে মন্ত্রটি না বললেই নয় তা-হল ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ওঁ গাং গণেশায় নমঃ। পাঁচটি দুর্বা ও জবা ফুল-মন থেকে প্রতি বুধবার অর্চনা করুন গণেশের, অর্থ কষ্ট হবে এক নিমেষে উধাও, টলবে সব বিপদ। গণেশ খুবই অল্পে তুষ্ট হন, কিন্তু তিনি যখন আশীর্বাদ করেন তা একদম উপচে যায় ৷ 

নতুন ব্যবসা শুরু করেছেন, অথবা কর্মোন্নতি চান? প্রতি বুধবার নিষ্ঠাভরে করুন গণেশ পুজো

 দাম জানতে ক্লিক করুণ

 
 গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana 

হাইলাইটস

  •                  বুধবার গৃহশান্তি বজায় রাখতে গণেশের চরণে দুর্বা নিবেদন করুন।
        ·         সেই সঙ্গে কোনও একটি লাল ফুলে পুজো সারুন।
        ·         প্রসাদে মোদক আর ফল দিতে পারলে ভালো। নইলে লাড্ডু দিলেও চলবে

কথায় বলে গণেশের উপাসনা করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায়। আর শাস্ত্র মতে যে কোনও শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো করা দরকার। গণেশকে লাড্ডু দিয়ে সন্তুষ্ট করে তবেই শুভকাজ শুরু করেন এমন অনেকেই আছেন।


আরও পড়ুনঃ-  হনুমান চালিশা পাঠ 

যেভাবে পুজো করবেন

বুধবার গৃহশান্তি বজায় রাখতে গণেশের চরণে দুর্বা নিবেদন করুন। সেই সঙ্গে কোনও একটি লাল ফুলে পুজো সারুন। প্রসাদে মোদক আর ফল দিতে পারলে ভালো। নইলে লাড্ডু দিলেও চলবে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। সুগন্ধী ধূপ জ্বালুন। সেই সঙ্গে ঘি এর প্রদীপ দিন। এবার একমনে ১০৮ বার ওম গণ গণপাতায় নমঃ এই মন্ত্র জপ করুন। গণেশকে বেলপাতা দিতে পারেন। কিন্তু তুলসীপাতা দেবেন না। পুজোতে বসার আগে সিঁদুর, আতপ চাল, দুর্বা আর ফুল সাজিয়ে বসুন।  

যাঁরা ব্যবসা শুরু করছেন কিংবা ব্যবসায় উন্নতি করতে চান তাঁরা প্রতি বুধবার গণেশের কাছে গোটা হলুদ নিবেদন করুন। আপনার ব্যবসার জায়গা টিতে একটি গণেশ মূর্তি রাখতেই পারেন, যেটিতে সকাল

গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana
  গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana
সন্ধ্যা দুই বেলাই ধূপ দেখিয়ে আরতি করবেন।


আর যাঁদের বিয়েতে বার বার বাধা আসছে, মনের মতো পাত্র কিংবা পাত্রী পাচ্ছেন না তাঁরা গণেশ আরতির সময় ২১টি পাটালি গুড়ের টুকরো কিংবা একটি থালায় ২১টি গুড়ের নৈবেদ্য সাজিয়ে নিবেদন করুন। সেই সঙ্গে ২১ টি দুর্বা। আর মন দিয়ে গণেশের আরতি করুন। ফল পাবেনই।

দাম জানতে এখানে ক্লিক করুণ =>


গণেশ প্রণাম, ধ্যান, বন্দনা, মন্ত্র

গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana
  গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana

ওঁ শ্রী গণেশায় নমঃ' বা 'ওঁ গাং গণেশায় নমঃ ওঁ শ্রী গণেশায় নমঃ' বা 'ওঁ গাং গণেশায় নমঃ গণেশ পূজা মন্ত্র একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।। .অর্থাত্‍, "যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।

ধ্যান মন্ত্র - ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগন্ডস্থলম্ । দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং , বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্ ।। 

গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana
  গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana


শনি দেব কে তুষ্ট করবেন কিভাবে

গণেশ বন্দনা-

মন্ত্রঃ - ওঁ শ্রী গণেশায় নমঃ' বা 'ওঁ গাং গণেশায় নমঃ (অর্থাত্‍, "যিনি খর্বাকৃতি, স্থূলশরীর, লম্বোদর, গজেন্দ্রবদন অথচ সুন্দর; বদন হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমরসমূহের দ্বারা যাঁহার গণ্ডস্থল ব্যাকুলিত; যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাহার দন্ত দ্বারা নিজ দেহে সিন্দূরের শোভা ধারণ করিয়াছেন; সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি।) মনে রাখবেন, ধর্মীয় মতে এই মন্ত্রটি দিনে কম করে ১০৮ বার পাঠ করলে ফল মিলতে বাধ্য। ফিরবে ভাগ্য। বদলে যাবে জীবন। যারা এই সময় খুব দুঃখের মধ্যে আছেন, তারা আজ থেকেই এই মন্ত্রটি পাঠ করা শুরু করে দিন। কে বলতে পারে হয়তো সুখের দিন আর কয়েকদিনের মধ্যেই দরজায় কড়া নাড়বে।

আপনার বাড়ীর ড্রইং রুমে গণেশ মূর্তি অথবা প্রতিকৃতি রাখতেই পারেন যা বাড়ীর ইতিবাচক শুভ শক্তি দ্রুত ত্বরান্বিত করবে সেই সঙ্গে উন্নতি হবে কর্মক্ষেত্রেও। 

গণেশ বন্দনা: জীবনে আসবে সমৃদ্ধির ছোঁয়া। Ganesh Mantra বাংলায়
 গণেশ বন্দনা: জীবনে আসবে সমৃদ্ধির ছোঁয়া। Ganesh Mantra বাংলায়


মন্ত্রটি হল- "ওম সৌভাগ্য-বর্ধনাহাহ নমহঃ।" প্রসঙ্গত, মন্ত্রটি পাঠ করার সময় মনে কোনও খারাপ চিন্তা আনবেন না। তাহলেই সুফল মিলতে শুরু করবে।

ওঁ ধ্যায়েন্নিত্যং গনপতিং বিদ্যুদ্বর্ণং গজাননং । শ্বেতাম্বরং সিতাব্জস্থং স্বর্ণমুকুট শোভিতম্ ।। শ্বেতমূষিক পৃষ্ঠন্যস্তবামচরনং সিদ্ধিদং । বামজান্বারোপিতদক্ষিনপদং চতুর্ভুজম্ ।। অর্থাত্‍ যিনি বিদ্যুবর্ণ, গজানন, শ্বেতবস্ত্র পরিহিত, শ্বেতপদ্মে অবস্থিত, মাথায় স্বর্ণমুকুট শোভাস্থিত, যাহার বামচরন শ্বেতমূষিকের পৃষ্ঠে রাখা এবং বাম পা হাটুর ওপর অবস্থিত । যিনি সিদ্ধিদাতা ও চতুর্ভুজ , বাম দিকের দুই হাতে শঙ্খ ও চক্র, ডান দুই হাতে পুস্তক ও লেখনী ধারনকারী সেই সিদ্ধিদাতা শ্রীগনেশকে আরাধনা করি ।

আরও পড়ুনঃ কুবের মন্ত্র

প্রনাম মন্ত্র -

একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।। (অর্থাত্‍, "যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।" ) ওঁ সর্ব্ববিঘ্ন বিনাশয় সর্ব্বকল্যান হেতবে । পার্ব্বতী প্রিয় পুত্রায় গনেশায় নমো নমঃ ।। 

ভ্রমণের সময়ে অথবা যাত্রাকালে সমস্ত প্রকার বাধা-বিঘ্ন দূরে রাখতে সিদ্ধি বিনায়ক বিঘ্নহর্তার শ্রী গণেশের মূর্তি আপনার গাড়ীর ড্যাশ বোর্ডে রাখতে পারেন, বিঘ্নবিনাশকের নাম নিয়ে যাত্রা করলে যেকোন শুভ কাজ খুব দ্রুত ফলপ্রসূ হয়। 

গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana
  গণেশ মন্ত্র বাংলায় । গণেশ বন্দনা মন্ত্র। Ganesh Bandana


দাম জানতে এখানে ক্লিক করুণ =>


FAQ:- 

প্রঃ গণেশ পূজার উপকরণ 

উঃ গণেশ পুজোর জন্য উপকরণ হিসেবে রাখুন - পানপাতা, ফুল, দূর্বা, সুপুরি, ধূপ-ধুনো, চন্দন কাঠ, ঠাকুরের জন্য নতুন পোষাক, মোদক, নারকেল, ।  

প্রঃ গণেশের স্ত্রী নাম কি ?

উঃ গণেশের বিবাহ বিষয়ে প্রচুর মতদ্বৈততা রয়েছে। প্রাচীন একাধিক শাস্ত্রে গণেশের দুই স্ত্রীয়ের উল্লেখ শিব পুরাণ বলছে, প্রজাপতি ব্রহ্মার দুই কন্যা সিদ্ধি ও ঋদ্ধি সঙ্গে বিয়ে হয় গণেশের। তবে এরা কেউই দেবী বা মানবী নন। এই দুটি হল দুই প্রতীকের নাম। ঋদ্ধি অর্থাৎ সমৃদ্ধি এবং সিদ্ধি অর্থাৎ মোক্ষ।তবে গণেশের দুই স্ত্রীর নাম নিয়ে কিন্তু মতভেদ রয়েছে।  

প্রঃ গণেশ ঠাকুরের মুখ কোন দিকে রাখা উচিত ?

উঃ উত্তর - পূর্ব দিকে মুখ করে প্রতিষ্ঠা করতে হবে গণেশ ঠাকুরের মূর্তি।

প্রঃ গণেশ ঠাকুরের প্রিয় ফুল কি ?

উঃ লাল জবা ফুল গণেশ ঠাকুরের প্রিয়।

প্রঃ গণেশ অর্থ‌ কি ?

উঃ গণেশ শব্দটি একটি সংস্কৃত শব্দবন্ধঃ গণ + ঈশ = গণেশ। (গণ + ঈশ) এই দুই শব্দের সন্ধির মাধ্যমে গণেশ শব্দটির সৃষ্টি। গণ শব্দের আক্ষরিক অর্থ‌ হল গোষ্ঠী আর ঈশ শব্দের অর্থ‌ ঈশ্বর।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ