Banner

ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor

 ঘর সাজানো অর্থাৎ ঘরের অন্দরসাজের অভিনব উপায় নিয়ে আলোচনা 

ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor
 ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor

 সেই  ঘর সাজানো অর্থাৎ Room Decor-এর  অভিনব উপায় নিয়ে এই আলোচনা। ঘর হল ব্যক্তির শান্তির নীড়, ব্যস্ত শহরের ব্যস্ত জীবনে মানুষ দিনশেষে শান্তি খুঁজে নিজ গৃহে। এবং সেই নীড় যদি হয় গোছালো এবং পরিপাটি (Room Decoration)  তখন সারাদিনের ব্যস্ততা শেষে আপনার ক্লান্তি মনের অজান্তেই দূর হয়ে যাবে। দিন শেষে নিজ গৃহে ফিরে গিয়ে মানুষ গোছালো একটি ঘর দেখতে বেশি পছন্দ করে। তাই যে বাসগৃহে আমরা নিত্যদিন বসবাস করি সে পরিবেশে  কিছুটা নতুনত্ব আনতে এবং আকর্ষনীয় করে তুলতে আমরা ঘর সাজনোর নিত্যনতুন আইডিয়া বার করি, ব্যবহার করি নানা রকমের গৃহসজ্জার উপকরণ, কিন্তু আমাদের মধ্যে অনেকের ধারণা হলো গৃহসজ্জা তে অনেক বেশি খরচ এর প্রয়োজন কিন্তু এ ধারণাটি সম্পূর্ণ ভুল আমরা সামান্য এবং ছোট ছোট জিনিস কাগজের ফুল, ছবি দিয়ে Room Decor করে খুব সহজে ঘরকে আকর্ষণীয় করে তুলতে পারি। 

আর্থিক সমস্যার কারনে বাড়ি/ ফ্ল্যাট কিনতে সবাই পারে না সেক্ষেত্রে ভাড়া বাড়িতেই থাকতে হয় তাদের। ভাড়া বাড়িতে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আপনি পরিবর্তন না করতে পারলে ও আপনি ঘরের রং, ফার্নিচার পরিবর্তনসহ নানা সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে আপনি আপনার ভাড়া বাড়িকে মনোরম করে সাজাতে পারবেন আমাদের এই সহজে ঘর সাজানোর আইডিয়া থেকে। আপনি যখন নতুন ঘরে উঠবেন তখন নতুন ফার্নিচার, সোফা ইত্যাদি কিনার আগেই ভাবুন কেমন ধরনের কিনলে আপনার জন্য ভালো হবে, আগেই আপনি একটু চিন্তা করে নিবেন।


বাড়িতে ঢোকার পথ সুন্দরভাবে সাজিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির এই অংশ আকারে তুলনামূলক ছোট হওয়ার কারণে খুব সহজেই সাজানো যায়। বাড়ির স্নিগ্ধতা বজায় রেখে অল্প আসবাব ব্যবহার করেই প্রবেশ চত্বরে দিতে পারেন এক নতুন লুক। আর প্রবেশদ্বার কীভাবে সাজাচ্ছেন, সেখান থেকেই আপনার রুচির সঙ্গে পরিচিত হতে পারবেন অতিথি।

ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor
 ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor

ধরা যাক আপনি ২-৩ বছর আগে থেকে আপনার ঘর সাজিয়েছিলেন আর এখন আপনার কাছে ঘরের ডিজাইন ভালো লাগছে না। সেক্ষেত্রে আপনি ঘরের আসবাবপত্র নাড়াচাড়া করুন। একটু অন্যরকম চিন্তা করুন। ধরেন আপনার সোফা ছিলো উত্তরদিকে সেই সোফাকে দক্ষিন দিকে অথবা অন্য কোনো দিকে নিয়ে দেখুন কেমন লাগে। এভাবে করে আপনার পুরাতন গোছানো ঘরটা সুন্দর করে গুছিয়ে আপনার ঘরে নতুনত্ব আনতে পারেন।


অ্যাটিফিসিয়াল ওয়াল গ্রাস দাম জানতে ক্লিক করুণ 


ফেংশুই বাস্তু টিপস্

ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor
 ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor 

ঘরের অন্দর সজ্জার রকমভেদ (ঘর সাজানো) আইডিয়াঃ-

ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor
 ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor 
১. নান্দনিক ওয়ালপেপার ব্যবহার করে ঘর সাজানো 

২. কাগজের ফুল এবং পেইন্টিং করে ঘর সাজান

৩. ছবি লাগিয়ে ঘর সাজানো






৪. বাড়িতে আয়নার ব্যবহার করে ঘর সাজানো 

৫. ওয়াল র‍্যাক এর ব্যবহার

৬. লাইটিং করে ঘর সজ্জিতকরন 

৭. হ্যাঙ্গিং প্ল্যানটার দিয়ে ঘর সাজানো   (সতেজতার ছোঁয়া দিতে গাছ রাখুন)


রান্নাঘর এবং টয়লেট

আপনার রান্নাঘর এবং টয়লেট কিংবা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আপনার রুচির বহিঃপ্রকাশ পাওয়া যাবে তার জন্য সুন্দর ফ্লোর ম্যাট ব্যবহার করতে পারেনরান্নাঘরে রান্না করার সময়, মাথার চুল ঢেকে রাখা উচিত কেননা যেকোনো সময় মাথার চুল খাবারে পর‍তে পারে


দাম জানতে ক্লিক করুণ



ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor
 ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor


দাম জানতে ক্লিক করুণ



আপনার বাথরুম প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করুন।

বাথরুমে আপনি হালকা আকাশী নীল কালার টাইলস লাগাতে পারেন। এছাড়া বাথরুমে টিস্যু, হারপিক এবং ক্লিনার রাখা জরুরি। বাথরুমের বাহিরে ব্যবহার করতে পারেন সুন্দর একটি পাপোশ।


ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor
 ঘর সাজানো আইডিয়া । ঘর সাজানো জিনিসপত্র। Room Decor


দাম জানতে ক্লিক করুণ


ঘর হল ব্যক্তির রুচির প্রতিফলন তাই, আমরা নিজেদের সাজ সজ্জা নিয়ে যতটা বিবেচনা করি, ঘরের সাজসজ্জা ও সৌন্দর্য নিয়ে আমাদের ততটাই তৎপর হতে হবে। বর্তমান সমাজ আধুনিক। সবাই চায় নতুনত্ব এবং আধুনিকতার ছোঁয়া লাগাতে। আর এই আধুনিকতার যুগে আপনি আপনার পরিচয়, রুচি প্রকাশের জন্য নিজের ঘরকে এভাবে নানাভাবে নানা উপায়ে সাজাতে পারেন৷


ইন্টিরিয়র ডিজাইন কি? ইন্টিরিয়র ডিজাইন কোর্স


FAQ:-


প্রঃ ঘর সাজানো-র জন্য পুরানো জিনিষের ব্যবহার


উঃ পুরানো কাঠের আসবাব পত্রে রঙ করে নতুন রূপ দিতে পারেন।
       পুরানো কাচেঁর শিশিতে টুনি বাল্ব ব্যবহার করে ঘরে সাজিয়ে রাখুন।
       পুরনো অ্যালুমিনিয়াম কেটলি অ্যাক্রিলিক পেন্ট দিয়ে রং করে শো-পিস হিসাবে ব্যবহার করুণ। 
    পুরানো জামাকাপড় দিয়ে পাপোস তৈরী করতে পারেন।
    পুরানো ফুলদানিতে রঙ করে তাতে পাতা বাহারী গাছ লাগেতে পারেন।
    বাড়ীর কোন দেওয়াল পুরানো হয়ে গেলে তাতে রঙ না করে ওয়াল স্টিকার ব্যবহার করুণ।
   

প্রঃ ঘর সাজানো-র উপায়
উঃ নান্দনিক ওয়ালপেপার ব্যবহার করে ঘর সাজানো 
     ছবি লাগিয়ে ঘর সাজানো
    ওয়াল র‍্যাক এর ব্যবহার
    কাগজের ফুল এবং পেইন্টিং করে ঘর সাজান
    হ্যাঙ্গিং প্ল্যানটার দিয়ে ঘর সাজানো
    
প্রঃ ঘর সাজানো-র English Meaning
উঃ Decorate the House , Room interior etc.

প্রঃ ঘর সাজানো-র ইনডোর প্ল্যান্ট
উঃ স্পাইডার প্ল্যান্ট
    স্নেক প্ল্যান্ট
    ফিগ প্ল্যান্ট
    জেসমিন বা বেলি
    ক্যাকটাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ