Banner

২০২৪ আপনার কেমন কাটবে?। কী বলছে ২০২৪ সালের রাশিফল?

ইংরেজির বর্ষের (২০২৪) বার্ষিক রাশিফল 

মেষঃ-  বছর জাতকের উদরপীড়া,বায়ু-অম্ল-শ্লেষ্মা ঘটিত ব্যাধি, অর্শাদি গুহ্যরোগ,পায়ে আঘাতপ্রাপ্তি বা বেদনানুভব জনিত ক্লেশভোগ অবশ্যম্ভাবী। প্রভূত অর্থব্যয় হলেও তুলনামূলক ভাবে অধিক ধনসঞ্চয়ে সক্ষম হবেন। আগামী বছর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত বড় ঘটনা ঘটতে চলেছে। ২০২৪ সাল তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। বছরের প্রথম মাস মেষ রাশির জন্য খুবই শুভ। মেষ রাশির কিন্তু এই বছরটা সব দিক থেকে বেশ ভাল যাবে। মেষ রাশির জাতক-জাতিকারা ২০২৩ এ অনেকটাই স্ট্রাগল করেছে সেখান থেকে দাঁড়িয়ে ২০২৪ কিন্তু তাদের ভাগ্য ফেরাতে পারে। কাজকর্ম থেকে সবকিছুই কিন্তু যথেষ্ট ভাল থাকবে এই বছরে। কাজের জায়গায় অনেক বড় সুযোগ আসতে পারে। জীবন অনেক টালমাটাল অবস্থায় থাকলে ব্যালেন্স এই বছর আসবে। অনেক ইচ্ছে ও ম্যানিফেস্টেশন পূরণ হতে পারে। শরীরের দিক থেকেও মেষ রাশির যথেষ্ট ঠিকঠাক থাকবে। তবে কাজের চাপ থাকতে পারে। ঘোরাফেরা আনন্দ সবই কিন্তু থাকবে মেষ রাশির। নতুন প্রেম জীবনে আসতে পারে মেষ রাশির। অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই বছর। মোটের উপর বছরটা যথেষ্ট ভাল হতে চলেছে।

বৃষঃ- বৃষ রাশির জন্য বছরটা বেশ ভাল। এই বছরে নতুন মানুষ জীবনে আসতে পারে এবং সেই মানুষ আপনার জীবন পুরোপুরিভাবে বদলে দিতে পারে। প্রেম-ভালবাসা, বিয়ে সব দিক থেকে বৃষ রাশির এই বছরটা খুব ভাল। তবে কাজের অনেক চাপ থাকবে। কোথাও গিয়ে মনের মত কাজ হয়তো পাচ্ছেন না এমনটা আপনার মনে হতে পারে। আপনার কাঁধে অনেক চাপ থাকতে পারে আপনার উপর প্রচুর মানুষ ভরসা করতে পারে। সমস্যা এলেও খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। শারীরিক ব্যথা বেদনা একটু থাকবে। তবে নিজের মন মত ঘোরাফেরা আনন্দ করা এগুলো থাকছে। চাপ থাকলেও এই বছর বৃষ রাশির জীবনে অনেক ভাল পরিবর্তন আসবে। বৃষ রাশির জন্য এপ্রিল মাস অত্যন্ত ভালো হতে চলেছে। এই সময় জীবনের নতুন কিছু বদল আসতে পারে। কর্মজীবনের সমস্ত কিছুই ভালো হবে। এ রাশির জাতকের পক্ষে বর্তমান বছরটি খুব শুভ নয়। প্লীহা-যকৃৎ, অগ্ন্যাশয়, বৃক্ক, মূত্রাশয় ও ফুসফুস ঘটিত ব্যাধি, শিরঃপীড়া, বাত প্রভৃতি দৈহিক ক্লেশের কারণ হবে। অর্থোপার্জন খুব বেশি না হলেও একেবারে মন্দ হবে না। ব্যায়াধিক্য যোগ প্রবল। সুতরাং সঞ্চয়ের আশা কম। তবে, জীবনযাত্রা নির্বাহে আর্থিক ক্লেশভোগের আশঙ্কা তেমন নেই। বছরে দুবার কিছু ঋণ গ্রহণ করতে হতে পারে। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ সৃষ্টি হওয়া অসম্ভব নয়, বদলিরও সম্ভাবনা আছে। এ বছর বিদেশগমন খুব শুভ ফলদায়ক হবে বলে মনে হয় না। চাকরিজীবীর পদোন্নতির পথে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে মন্দা ও কিছু অর্থনাশের যোগ রয়েছে। বস্ত্র ও হোমিওপ্যাথি ঔষধের ব্যবসায়ীদের ভাল লাভের আশা আছে। দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল। অবিবাহিতের বিবাহযোগ আছে। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। তাদের বিদ্যাচর্চার ফল শুভ হবে। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে বিবাদ, মামলা-মোকদ্দমা প্রভৃতির আশঙ্কা রয়েছে। বন্ধুভাব শুভাশুভ মিশ্রিত। বেশ কিছু বন্ধু (সহকর্মী) গোপনে ও প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করবেন। বস্তুতপক্ষে ওই বন্ধুদের আচরণ শত্রুবৎ হবে এবং তাদের চেষ্টা একেবারে বিফল হবে না। পিতা-মাতার শরীর খুব ভাল থাকবে না। বিভিন্ন সমস্যায় মন বিক্ষিপ্ত থাকার ফলে ধর্মাচরণে বিশেষ মনোযোগ থাকবে না। তবুও ধৈর্য সহকারে ঈশ্বর আরাধনায় মনোনিবেশ করলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব হবে।

মিথুন: মিথুন রাশির জাতক জাতিকারা রাহু কেতুর অশুভ নজরে পড়তে চলেছেন। এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসাতেও ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই মাসে আপনি কোথাও টাকা বিনিয়োগ করবেন না অন্যথায় আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনিও তর্ক-বিতর্কে পড়তে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে উত্থান-পতনের মুখোমুখি হতে হবে। মিথুন রাশির জন্য ২০২৪ কিন্তু একটা জ্যাকপট হতে চলেছে। টাকা পয়সা সম্পত্তি দামি জিনিস ক্রয় করা এই বছর মিথুন রাশির খুব ভাল হবে। কোনও সম্পত্তি পেতেও পারেন। গর্ভবতী হতে পারেন অনেকে। অথবা আপনার পরিবারের নতুন সদস্য এল। ক্যারিয়ারের দিক থেকে অনেকেই এই বছর সাফল্য পাবেন। নামযশ, প্রেম যথেষ্ট থাকবে আপনার। অনেক আনন্দের মধ্যে কাটতে চলেছে আপনার বছরটা। প্রেম ভালবাসার জন্যও কিন্তু বছরটা যথেষ্ট ভাল। উদর সংক্রান্ত ব্যাধি, দুষ্টক্ষত, আঘাতপ্রাপ্তি, রক্তপাত, অস্থিভঙ্গ, শিরা-উপশিরার স্বাভাবিক ক্রিয়ায় বযাঘাত, বায়ু ও রক্তচাপাধিক্য প্রভৃতির কারণে শারীরিক ক্লেশভোগ অনস্বীকার্য। শরীরে একাধিক বার অস্ত্রোপচার করতে হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা, উপার্জনে বিঘ্ন, মাত্রাতিরিক্ত ব্যয় প্রভৃতির ফলে দিশাহারা অবস্থার সৃষ্টি হতে পারে। ঋণগ্রস্ত হওয়াও অসম্ভব নয়। শিক্ষক, অধ্যাপক ও গবেষকদের মর্যাদাহানির যোগ প্রবল। চিকিৎসক ও সঙ্গীতশিল্পীদের আয়ের ক্ষেত্র অনেকাংশে অনুকূল। অন্যান্য পেশার ব্যক্তিরা বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। বছরের শেষভাগে অবিবাহিতের বিবাহ হতে পারে। জাতকের পরীক্ষার ফল আশানুরূপ হবে বলে মনে হয় না। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সামান্য মনোমালিন্যের যোগ রয়েছে বটে, তবে তা বৃহদাকার ধারণ করবে না। পৈতৃক সম্পত্তি লাভে ঝঞ্ঝাট সৃষ্টি হবে। বন্ধুভাব বড়ই অশুভ। বন্ধুবিচ্ছেদ কিংবা বন্ধুর দ্বারা অনিষ্ট সাধনের যোগ প্রবল। হিতকারী ভ্রাতৃস্থানীয় কোনও বন্ধুর আকস্মিক বিয়োগে অথবা মরণাপন্ন ব্যাধির ফলে বিশেষ চিন্তিত হয়ে পড়তে পারেন। শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। শত্রুর দ্বারা অনিষ্টও হবে অনেক। সুতরাং শত্রুদের বিষয়ে সতর্ক থাকা দরকার। বাধাবিঘ্ন ঘটলেও এ বছর ধর্মাচরণে মনোনিবেশ সম্ভব হবে। সদগুরুলাভ ও আধ্যাত্মিক উন্নতিলাভের যোগ প্রবল।

আরও পড়ুনঃ বাংলার ১৪৩১ সালের বার্ষিক রাশিফল 

র্কট রাশিঃ অনেক কিছু সহ্য করেছেন আপনারা। অবশেষে এইবার আপনাদের ভাগ্য বদলাবে। অনেকদিন এমন গেছে যেদিন আপনারা শান্তিতে ঘুমোতে পারেননি। এইবার আপনাদের জীবন থেকে সব সমস্যা দূর হতে চলেছে। ২০২৪ আপনাদের অনেক কিছু দেবে। যেমন, সুন্দর সাকসেসফুল ক্যারিয়ার। জীবনে যা সমস্যা এতদিন চলছিল সেগুলো মিটে যাবে। আপনার মনের বড় ইচ্ছে পূরণ হবে। অনেক ছোট ছোট ম্যানিফেস্টেশন পূরণ হবে। জীবনে নতুন প্রেম, বৈবাহিক সম্পর্ক সুন্দর সবকিছুই ২০২৪ শালী আপনারা পাবেন। শারীরিক দিক থেকে কোনও সমস্যা তেমন থাকছে না। উপার্জন খারাপ হবে না। কিন্তু ব্যয়াধিক্যের কারণে সঞ্চয় হবে অল্প। অসৎ পথে ধনাগমের সুযোগ আসতে পারে। তবে সে সুযোগ গ্রহণ করলে বিপদ ঘটবে। বিশেষত প্রথমার্ধে কনিষ্ঠ ভ্রাতার জীবনসংশয় হতে পারে। জাতকের নিজের মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়া ও কারাদণ্ড ভোগের যোগ রয়েছে। পত্নীভাগ পূর্বাপেক্ষা শুভ। পত্নীর শরীরের উন্নতি হবে এবং পত্নীর ভাগ্যে ধনলাভের যোগ বিদ্যমান। সন্তানদের স্বাস্থ্য ভাল থাকবে না। তাদের লেখাপড়া ও পরীক্ষার ফল আশাপ্রদ নয়। কাজের সুবাদে কয়েক বার বিভিন্ন স্থানে গমন করতে হবে, কিন্তু তাতে বেশি লাভবান হবেন না। শত্রুদের চক্রান্তে মানহানি, ধনসম্পদ নষ্ট, গৃহে অগ্নিদাহ প্রভৃতি ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে অধিক বিপদ ঘটবে বলে মনে হয়। বন্ধুর দ্বারা উপকারের আশা কম। কোনও এক নিকট বন্ধুর বিশ্বাসঘাতকতায় চরম বিপদের সম্মুখীন হতে পারেন। পিতার শারীরিক অবস্থার সামান্য অবনতি ঘটলেও তাঁর অকালমৃত্যুর আশঙ্কা নেই।  উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদ লাভে বঞ্চিত হতে পারেন। ধর্মাচরণে আগ্রহ বৃদ্ধি পেতে পারে

সিংহ রাশি: চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। এরই সঙ্গে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ হবে সম্পন্ন। শেয়ার বাজারে টাকা লগ্নি করলে পাবেন লাভ। ব্যবসায় লগ্নিতে পাবেন লাভ। সমাজে বাড়বে মান সম্মান।  রাহু এবং কেতু সিংহ রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এর অশুভ প্রভাবের কারণে আপনার অনেক সমাপ্ত কাজ নষ্ট হয়ে যেতে পারে। আপনার ব্যয় প্রয়োজনের তুলনায় বেড়ে যাবে যার কারণে আপনার বাজেট ব্যাহত হতে পারে। অতএব, আপনার খুব চিন্তাভাবনা করে খরচ করা উচিত। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে। খুব বেশি কিছু প্রচার করবেন না। চাকরিতে উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। অজীর্ণ, বাত, শিরা-উপশিরায় রক্ত চলাচলে বাধা প্রভৃতি দৈহিক ক্লেশের কারণ হবে। লোভ ত্যাগ করে পরিমিত খাদ্যগ্রহণ করুন, না হলে দীর্ঘকাল পেটের রোগে ভুগতে হবে।

উগ্র স্বভাব ত্যাগ করে শান্তভাব ধারণ করলে অনেক সমস্যার কবল থেকে মুক্ত থাকতে পারবেন। এ বছর কারও সঙ্গে বিবাদ-বিসংবাদে লিপ্ত হবেন না। কারণ, ওই বিবাদ দীর্ঘস্থায়ী হয়ে অনেক ক্ষতি করবে। শরীরের প্রতি যত্ন নেওয়া একান্ত আবশ্যক। আয় ভালই হবে। ব্যয় বেশি হলেও অর্থাভাব জনিত ক্লেশভোগ করবেন না। সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না। গৃহনির্মাণের যোগ দেখা যাচ্ছে। পুরাতন গৃহের সংস্কার সাধনও সম্ভব হবে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন। সন্তানের দেহপীড়ার জন্য মনঃকষ্টের আশঙ্কা আছে। একাধিক বার সন্তানদের সঙ্গে মতবিরোধ ও মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, তবে তা স্থায়ী হবে না। ভ্রাতা-ভগ্নীদের স্বাস্থ্যহানির আশঙ্কা প্রবল। এ বছর পরীক্ষায় শুভফলের আশা করতে পারেন। কোনও প্রতিযোগিতামূলক কর্মে বিশেষ কৃতিত্ব প্রদর্শন ও প্রশংসা লাভের যোগ বিদ্যমান। বন্ধুহীনতা আপনার জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আপনার কাছ থেকে উপকারপ্রাপ্ত ব্যক্তিগণ আপনার নিন্দায় মুখর হবেন এবং আপনার অনিষ্টে আনন্দ লাভ করবেন। পিতা-মাতার স্বাস্থ্যের অবনতি আপনার মনোবেদনার কারণ হবে। অবিবাহিতের বিবাহ এবং তা থেকে অশান্তি কিংবা পূর্ববিবাহিতের পত্নীর স্বাস্থ্যহানির জন্য মানসিক ক্লেশ ঘটবে। বিবাহের পর কর্মোন্নতি, ভাগ্যোন্নতি ও অর্থাগম বৃদ্ধির আশা করতে পারেন। কাজের সূত্রে বিদেশ গমন ও অধিক উন্নতিলাভেও আপনার পত্নীভাগ্য সহায়ক হবে। প্রশাসনিক কাজে কিংবা রফতানির ব্যবসায় অধিক উন্নতিলাভ যোগ দৃষ্ট হচ্ছে। ধৈর্য না হারালে গবেষণায় সুফল লাভ করবেন। এ বছর আপনার অনিষ্ট করতে কেউ সক্ষম হবে না। অবশ্য আপনার বিরুদ্ধাচরণের সুযোগ যাতে কেউ না পান, সে বিষয়ে আপনাকে প্রখর দৃষ্টি রাখতে হবে। ধর্মে মতি থাকবে এবং সদ্গুরুলাভ করে ঈশ্বর আরাধনায় ব্রতী হতে পারবেন। কাজকর্ম টাকা পয়সার দিক থেকে কোনও রকম কোনও চিন্তা থাকছে না। অনেকদিন ধরে ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকলে এইবার সেই চিন্তা কিন্তু মিটবে। আয় বৃদ্ধি হবে। নিজের মধ্যে অনেক শান্তি অনুভব করবেন। অনেকে এই বছর বিয়ে করতে পারেন। এবং বিয়ের পরেও সংসার হবে সুখের। অনেকের জীবনে নতুন প্রেম ভালবাসা আসতে পারে। আপনারা অনেকদিন ধরে কাউকে চাইছিলেন এমন ব্যক্তিও কিন্তু আপনার জীবনে আসতে পারে। সবদিক থেকে অনেক আনন্দ অনেক খুশি আপনি এই বছরে পাবেন।

 

২০২৪ আপনার কেমন কাটবে?। কী বলছে ২০২৪ সালের রাশিফল?
২০২৪ আপনার কেমন কাটবে?। কী বলছে ২০২৪ সালের রাশিফল?

কন্যা রাশিঃ বছরের শুরুর দিকে কন্যা রাশির কিন্তু একটু ক্যারিয়ার নিয়ে সমস্যা চলতে পারে। তবে যারা উচ্চ শিক্ষা করার কথা ভাবছেন তাদের জন্য সময়টা খুবই ভাল। নিজের গোপন কথা গোপন রাখার চেষ্টা করুন। সেই কথা অন্য কাউকে বললে আপনারই ক্ষতি হতে পারে। পেটের সমস্যা হতে পারে। প্রেমের সম্পর্কেও একটু সমস্যা দেখা দিতে পারে। তবে বছর যত এগোবে ক্যারিয়ারের সমস্যা মিটবে এবং সাফল্যের দিকে এগবেন। সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। শরীর মাঝেমধ্যেই খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে বোঝাপড়া হলে সমস্যা নিজেরা মেটানোর চেষ্টা করুন। নিজেদের ঝামেলা অন্য কাউকে জানাতে যাবেন না। বছরটা ভালই কাটবে মাঝেমধ্যে একটু সমস্যা থাকতে পারে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই। চক্ষুরোগ, বাতজ বেদনা দৈহিক কষ্টের কারণ হতে পারে। তবে সে কষ্ট সহ্যের সীমা অতিক্রম করবে না। আয় হবে প্রচুর, কিছুটা বেশি ব্যয় করতে হলেও সঞ্চয় হবে অনেক। শিক্ষক, চিকিৎসক, ঔষধ ব্যবসায়ী ও রফতানির কাজে লিপ্ত ব্যক্তিরা অন্যদের তুলনায় অধিক আয়ের সুযোগ পাবেন এবং সফল হবেন। বিজ্ঞান গবেষক ও প্রত্নতত্ত্ব বিষয়ক গবেষকেরা বিশেষ খ্যাতি লাভ করবেন। কাজের সুবাদে একাধিক বার বিদেশযাত্রার প্রয়োজন হতে পারে এবং সেই যাত্রা শুভফলদায়ক হবে। পুত্র-কন্যার বিবাহে অধিক অর্থব্যয় হবে। এ বছর সন্তানদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভাল থাকবে। বিদ্যাচর্চায় তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং পরীক্ষার ফল শুভ হবে। পুত্রের কৃতিত্বে আহ্লাদিত হবেন। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে একাধিক বার মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তবে তা স্থায়ী হবে না। কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর স্বাস্থ্যের অবনতির জন্য উদ্বেগ অসম্ভব নয়। একাধিক বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ বছর বন্ধুদের দ্বারা উপকারের আশা না করাই ভাল। কোনও এক বন্ধু জাতকের কর্মক্ষেত্রে পথে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করবে, তবে বিশেষ সফল হবে না। পুরনো শত্রুতার অবসানের যোগ তেমন সবল নয়। অবিবাহিত ব্যক্তির বিবাহযোগ বিদ্যমান। আর ওই যোগ বৎসরের শেষের দিকে প্রবল হবে। বিবাহিত ব্যক্তির দাম্পত্যসুখে চিড় ধরবে না, বরং পত্নীর সাফল্য এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদের জন্য বিশেষ আনন্দিত ও লাভবান হবেন। পত্নীর শারীরিক অবস্থার অবনতি ঘটবে না, তবে বায়ু ও অম্লরোগে মাঝেমধ্যে সামান্য কষ্ট হতে পারে। 

তুলাঃ তুলা রাশির জাতকদের ২০২৪ সাধারণ কাটবে। শনির প্রভাবে জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। এ বছরের তুলা রাশির জাতকদের স্বাস্থ্য অনুকূল থাকবে। এ বছর গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে,তা কিনতে পারবেন। প্রেম ও পেশাগত জীবনের জন্য বছরের দ্বিতীয়ার্ধ খুবই ভালো।  তুলা রাশির কাজের দিকটা যথেষ্ট ভাল থাকবে। কাজের জায়গায় প্রতিপত্তি বৃদ্ধি হবে। টাকা পয়সা নিয়ে কোনও রকম সমস্যা থাকছে না। তবে বিশ্বাসঘাতকতা থেকে সাবধান। পুরনো কোনও কিছু আপনার জীবনে আবারও ফিরতে পারে। খুব সাবধান আবারো আপনি ঠকতে পারেন। পুরনো কোনও কিছু ছেড়ে জীবনে এগিয়ে যাওয়া টাই বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে কারও শরীর খারাপ হতে পারে। আপনাকে বাড়ি ছেড়ে অনেক দূরে গিয়ে কিছু কাজ করতে হতে পারে। নতুন প্রেম ভালবাসা জীবনে আসবে, তবে সবটা বুঝেশুনে এগোনোই ভাল। পায়ে আঘাত লাগলে কষ্ট বাড়বে। সামান্য অগ্নিদাহের যোগ রয়েছে। উপার্জন ভাল হবে। ব্যয় কিছু বেশি হলেও সঞ্চয়ের পরিমাণ কম হবে না। ব্যবসায় কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। তবু, উপার্জন ব্যাহত হবে না। জন্মস্থান থেকে দক্ষিণ দিকে কোনও কাজে সহজে সাফল্য লাভের যোগ রয়েছে। ভূমি ক্রয়-বিক্রয়ের যোগও বিদ্যমান। গৃহনির্মাণে প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ে এবং অস্ত্র ব্যবসায়ে নিযুক্ত ব্যক্তিরা অন্যদের তুলনায় বেশি সুযোগ পাবেন। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। একটি কন্যার আকস্মিক কোনও রোগের জন্য বিশেষ চিন্তিত হয়ে পড়তে পারেন। সন্তানদের বিবাহের ব্যাপারে উদ্বেগ ও মনঃকষ্টের যোগ রয়েছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। ভ্রাতৃবিরোধের আশঙ্কা প্রবল। তাদের সঙ্গে মামলা-মোকদ্দমাও চলতে পারে। ভ্রাতা-ভগ্নীদের স্বাস্থ্যও ভাল থাকবে না। জাতকের নিজের পরীক্ষায় সাফল্য লাভ ব্যাহত হবে না। পত্নীর স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। একাধিক সদ্বন্ধু লাভ যোগ রয়েছে। বন্ধুদের অধিকাংশই জাতকের শুভাকাঙ্ক্ষী হবেন। পিতার শারীরিক অবস্থা ভাল বলা চলে না। তাঁর জীবনাবসানও অসম্ভব নয়। মাতার শরীর অপেক্ষাকৃত ভাল থাকবে। তাঁর সঙ্গে মতানৈক্যের অবসান ঘটতে পারে। শত্রুদের বিষয়ে সতর্ক থাকা একান্ত কর্তব্য।

বৃশ্চিক রাশিঃ জাতকদের জন্য ২০২৪ সাল খুবই ভালো কাটবে। সমস্ত গ্রহের শুভ প্রভাব থাকবে এই রাশির জাতকদের ওপর। জীবনের সমস্ত ক্ষেত্রে ভালো পরিমাণে সাফল্য লাভ করবেন। শনির কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে দুশ্চিন্তিত হবেন না। কারণ সেই সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারের কোনও সদস্যের বিবাহের যোগ রয়েছে। প্রেম জীবনের জন্য এই বছরটি অত্যন্ত শুভ। শরীর মোটেই ভাল থাকবে না। সারা বছরই কোনও না কোনও রোগে ভুগতে হবে। শরীরে কোনও ক্ষত সৃষ্টি হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ভাল চিকিৎসার ব্যবস্থা করবেন। তা না হলে বিপদে পড়তে পারেন। আঘাতপ্রাপ্তি, রক্তপাত, অস্থিভঙ্গ প্রভৃতির আশঙ্কা বিদ্যমান। এ বছরে জাতকের শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অনেক সময় আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হয়ে পড়বে। আয় মন্দ হবে না, কিন্তু ব্যয় হবে প্রচুর। সুতরাং সঞ্চয়ের আশা ক্ষীণ। বরং ঋণ করতে বাধ্য হতে পারেন। কর্মস্থলে গোলযোগ সৃষ্টি, কিছু বদনাম ও অর্থক্ষতি অসম্ভব নয়। বদলি হওয়ার আশঙ্কাও রয়েছে। ব্যবসায়ীরা সাবধানে অগ্রসর হবেন, না হলে অনেক ক্ষতি হতে পারে। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। তাদের দ্বারা উপকৃত হবেন। কোনও একটি ভ্রাতার সাফল্যে আনন্দ অনুভব করবেন। তাদের স্বাস্থ্য ভাল থাকবে। সন্তানদের শরীর ভাল না-ও থাকতে পারে। তাদের আচরণও আপনার মনোবেদনার কারণ হবে। সন্তানদের লেখাপড়ায় মনোযোগ থাকবে না। পরীক্ষার ফলও তেমন ভাল হবে বলে মনে হয় না। জাতকের নিজেরও লেখাপড়ায় অনীহা ও পরীক্ষায় অসাফল্যের যোগ রয়েছে। পত্নীর স্বাস্থ্যহানি বিশেষ চিন্তার কারণ হবে। তাঁর শরীরের অস্ত্রোপচারের যোগ রয়েছে। পত্নীর আঘাতপ্রাপ্তি ও অগ্নিদাহের আশঙ্কাও থেকে যাচ্ছে। বন্ধুভাব শুভাশুভ মিশ্রিত। দু-একজন ছাড়া অপর কোনও বন্ধু বিশেষ উপকারে আসবেন না। হিতসাধক কোনও এক নিকট বন্ধুর আকস্মিক মৃত্যু আপনাকে বিচলিত করে তুলতে পারে। পিতৃস্বাস্থ্যের ক্রমাবনতির লক্ষণ স্পষ্ট। বৃশ্চিক রাশির কিন্তু ক্যারিয়ারের দিক থেকে এই বছরটা যথেষ্ট ভাল থাকতে চলেছে। তবে কেরিয়ার নিয়ে অনেক দো-টানার মধ্যে থাকবেন। টাকা পয়সা কোথায় খরচ করবেন কোথায় ইনভেস্ট করবেন সেগুলো ভেবেচিন্তে করবেন। জলপথে ভ্রমণ হতে পারে।। তবে ইউনিভার্সের আশীর্বাদ অবশ্যই আপনাদের সঙ্গে কিন্তু থাকবে। অন্তঃসত্ত্বা হতে পারেন অনেকে। পরিবারের সঙ্গে বন্ধু-বান্ধবের সঙ্গে ভাল সময় কাটাবেন। শারীরিক দিক থেকে একটু সমস্যা থাকতে পারে। বছরের সঙ্গে সঙ্গে সময় ও ভাল দিকে এগোবে।

ধনু্ রাশিঃ ২০২৪ সাল আপনাদের জন্য মাঝারি ফলদায়ী। আর্থিক জীবনে সামান্য সমস্যায় পড়বেন। কঠিন পরিশ্রমের পর ভালো পরিণাম পাবেন। লগ্নির আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ভুলবেন না। পারিবারিক সুখ-শান্তি বিঘ্নিত হবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। প্রেম জীবনের জন্য সময় অনুকূল নয়। একাধিক বার আঘাতপ্রাপ্তিও অসম্ভব নয়। অর্থোপার্জন অনেক হবে। ব্যয়ও হবে বেশি, সুতরাং সঞ্চয় হবে অল্প। নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় করতে হতে পারে। তবে দারিদ্রের লক্ষণ নেই। কর্মে পদোন্নতি ও বিদেশ গমনের যোগ রয়েছে। ঔষধের ব্যবসায় ও ভূমি ক্রয়বিক্রয়ের কাজে অধিক উন্নতিলাভের যোগ বিদ্যমান। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সামান্য মনোমালিন্য হতে পারে, তবে তা বড় আকার ধারণ করবে না। হিতাকাঙ্ক্ষী একাধিক বন্ধু থাকলেও অধিক সংখ্যক বন্ধুর দ্বারাই অনিষ্টের আশঙ্কা প্রবল। পিতা-মাতার, বিশেষত মাতার শারীরিক অবস্থা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। লেখাপড়ায় ও পরীক্ষায় সাফল্যের আশা থাকলেও তেমন ভাল ফল হবে মনে হয় না। সন্তান-সন্ততির আচরণ মন্দ হবে না এবং তাদের বিদ্যাশিক্ষার ব্যাপারে আনন্দ লাভের যোগ রয়েছে। ধর্মাচরণে মন আকৃষ্ট হবে। সদ্গুরুলাভ ও তাঁর উপদেশে আধ্যাত্মিক উন্নতি লাভ সম্ভব। শত্রু সম্বন্ধে বিশেষ সতর্ক থাকা দরকার। শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা যথেষ্ট পরিমাণে রয়েছে। হঠকারী সিদ্ধান্তের ফলে ন্যায্য প্রাপ্তি থেকে যাতে বঞ্চিত হতে না হয়, সে দিকে দৃষ্টি রেখে ধীর ও শান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে ফল ভাল হবে।  ধনু রাশির জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভাল থাকতে চলেছে। ক্যারিয়ারে কিন্তু আপনি অনেক সফলতা পাবেন। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন আপনি এই বছর অনেক বড় সুযোগ পাবেন। আপনার কাজের জায়গায় এবং কাজের জায়গার বাইরে ও আপনার অনেক সুনাম যশ খ্যাতি আপনি অর্জন করবেন। তবে প্রচুর খাটবেন আপনি এই বছর। কাজের অনেক চাপ থাকবে। কাজের চাপ থেকে শরীর খারাপ হতে পারে। আপনার অনেক ইচ্ছে পূরণ হবে। ছোট থেকে বড় অনেক ম্যানিফেস্টেশন পূরণ হবে। প্রেম ভালবাসার জন্যও বছরটা ভাল।

মকর রাশিঃ মকর রাশির জন্য এই বছরটা অনেকটা ভাল যাবে গত বছরগুলো তুলনায়। এই বছরে নতুন প্রেম আপনারা জীবনে পাবেন যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন। অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। পরিবারের সঙ্গে অনেক ভাল সময় আপনারা কাটাবেন। আয় বৃদ্ধি হবে। ক্যারিয়ারে আপনাদের অনেক সফলতা আসবে। তবে ঠকতে পারেন এই বছর। টাকা পয়সা ধার কাউকে দেবেন না। দিলে হয়তো আর ফেরত পাবেন না। বা অন্যভাবেও টাকা পয়সায় ক্ষতি হতে পারে। বড় কোনও কিছু ক্রয় করার আগে অবশ্যই ভালভাবে যাচাই করে নেবেন। পুরনো প্রেম যা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এমন প্রেম আপনার জীবনে কিন্তু ফিরতে পারে। শরীর একটু খারাপ থাকতে পারে মাঝেমধ্যে। তাছাড়া বছরটা যথেষ্ট ভাল কাটবে। যে কোনও কাজ আপনার পক্ষেই হবে। এবং আপনি অনেক উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারবেন। অনেক আনন্দ হই হুল্লোড়ের মধ্যে কাটতে চলেছে বছরটা।

২০২৪ সালের ভবিষ্যফল গণনা অনুযায়ী বছরের প্রথম অংশ মকর জাতকদের জন্য অত্যন্ত শুভ। আপনার তৈরি পরিকল্পনা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। পরিবারে শান্তি বজায় থাকবে, পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক প্রেম থাকবে। আবার মকর রাশির অবিবাহিত জাতকদের জন্যও এই বছরটি অনুকূল। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখে কাটবে। উপার্জন ক্রমশ বৃদ্ধি পাবে। উপার্জিত অর্থের পরিমাণও হবে প্রচুর। ব্যয় অধিক হলেও সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না। এ বৎসর একাধিক স্থাবর সম্পত্তিলাভ হবে। লটারি প্রভৃতিতে প্রাপ্তির আশা ভালই রয়েছে। কার্যসূত্রে বিদেশ গমন সম্ভব। পদমর্যাদা বৃদ্ধিরও যোগ রয়েছে। গৃহনির্মাণ বা গৃহ সংস্কারে বহু অর্থব্যয় হতে পারে। বিদ্যাশিক্ষায় মন আকৃষ্ট হবে না, পরীক্ষার ফল হবে মধ্যম। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে মনোমালিন্য, এমনকি বিরোধও ঘটতে পারে। পত্নীর সঙ্গে বিরোধে লিপ্ত হবেন না। পত্নীর স্বাস্থ্য বিশেষ ভাল থাকবে না। পিতা-মাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে রূঢ় আচরণ না করলে তাঁদের দ্বারা উপকৃতই হবেন। পুরাতন শত্রুর ষড়যন্ত্রে বিপাকে পড়া অসম্ভব নয়। একাধিক নতুন শত্রুও সৃষ্টি হবে। এ বছর আঘাতপ্রাপ্তির আশঙ্কা রয়েছে, ফলে সাবধানে চলাফেরা করতে হবে এবং সুকৌশলে শত্রুদের কাছ থেকে দূরে থাকতে হবে। সন্তান-সন্ততির শারীরিক ক্লেশ ও বিদ্যাচর্চায় অনীহা উদ্বেগের কারণ হবে।

কুম্ভ রাশিঃ গত বছরগুলোর তুলনায় কুম্ভ রাশির এই বছরটা যথেষ্ট ভাল হবে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ কিন্তু এবার হতে শুরু করবে। অনেকদিন ধরে ভেবেছিলেন কোনও কিছু করবেন ফাইনালি এইবার সেটা করতে পারবেন। জীবনে প্রেম ভালবাসার দিকটাও যথেষ্ট ভাল থাকতে চলেছে। ভাগ্যের চাকা এবার ধীরে ধীরে কিন্তু ঘুরবে। কোনও ব্যবসা শুরু করতে পারেন। ক্যারিয়ারে কিন্তু প্রমোশন হতে পারে। নিজের বাড়ির থেকে দূরে গিয়ে কাজ করলে সফলতা পাবেন। তবে মাঝেমধ্যে পারিবারিক অশান্তি হতে পারে। ব্যথা-বেদনা যন্ত্রণা হতে পারে শরীরে। বড় কোনও ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে। ২০২৪ সালে মিশ্র ফলাফল লাভ করবেন কুম্ভ রাশির জাতকরা। পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ হতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের কারণে চিন্তিত হতে পারেন এই রাশির জাতক। এ কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে। এ বছর সমস্ত ধরনের বাদ-বিবাদ এড়িয়ে চলুন, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। নানা কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। আয়-ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আয় মন্দ হবে না, কিন্তু ব্যয় হবে প্রচুর। সুতরাং, সঞ্চয়ের আশা স্বল্প। একাধিক বার ঋণগ্রস্ত হওয়াও অসম্ভব নয়। ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার যোগ রয়েছে। ওই প্রাপ্য সম্পত্তি নিয়ে স্বজনবর্গের সঙ্গে বিরোধ এমনকি মামলা-মোকদ্দমায় লিপ্ত হয়ে পড়তে পারেন। ভ্রাতা-ভগ্নীর সঙ্গে সম্পর্কে চিড় ধরা অসম্ভব নয়। বাবা-মায়ের স্বাস্থ্যের অবনতির লক্ষণ স্পষ্ট। দাম্পত্য জীবনে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলেও বিচ্ছেদের আশঙ্কা নেই। বছরের প্রথম ভাগে অবিবাহিতের বিবাহযোগ রয়েছে। নতুন বন্ধুলাভের যোগ যেমন রয়েছে, তেমনই একাধিক পুরনো বন্ধুর সঙ্গে তিক্ততা সৃষ্টি ও যোগাযোগ হারানোর আশঙ্কা রয়েছে। কোনও বন্ধুর দ্বারা অনিষ্টের আশঙ্কা প্রবল। সন্তানদের আচরণে সামান্য স্বেচ্ছাচারিতা চিন্তা ও দুঃখের কারণ হলেও তা স্থায়ী হবে না। বরং, একটি সন্তানের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। আত্মীয়বর্গের মধ্যে একাধিক শত্রু সৃষ্টি বিশেষ চিন্তার কারণ হয়ে পড়তে পারে। ধর্মাচরণে সচেষ্ট হয়েও মানসিক চঞ্চলতার কারণে সুফল লাভের আশা অল্প। অধিক স্বার্থপরতা, রূঢ় ভাষণ, স্বমত স্থাপনের চেষ্টা প্রভৃতি দোষ পরিত্যাগ করলে কর্মে আশাতিরিক্ত সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি ও অর্থাগম বৃদ্ধির সুযোগ লাভ হবে।

আরও পড়ুনঃ গায়ক কে.কে. প্রতি শ্রদ্ধাঞ্জলি

মীন রাশিঃ মীন রাশির জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে। বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অনেকেই। নিজের জীবন সঙ্গীর সঙ্গে কাজকর্ম করলেও কিন্তু আপনার অনেক উন্নতি আসবে। জীবনসঙ্গীকে আপনি পাশে পাবেন আপনার যে কোনও পরিস্থিতিতে। কাজের অনেক প্রেসার থাকবে তবে গায়ের জোরে কিছু করবেন না। কোনও পরিস্থিতি আপনার পক্ষে না থাকলে সেটাকে জোর করবেন না। শরীর মাঝেমধ্যেই খারাপ থাকবে। ক্যারিয়ারের দিকে বছরের দ্বিতীয় ভাগে অনেক উন্নতি রয়েছে। ঘোরাফেরা থাকছে। আনন্দের মধ্যেই কাটবে বছরটা। ২০২৪ সালের সূচনা মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। তবে বাড়ির কিছু সদস্যের ব্যবহার আপনার প্রতি ভালো থাকবে না। এর ফলে মনে কষ্ট পেতে পারেন। এই রাশির নববিবাহিত দম্পতিরা সুসংবাদ পাবেন। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই রাশির জাতকদের। এ বছর দীর্ঘ দিনের পুরনো কোনও রোগের আরোগ্যলাভ সম্ভব। ধনভাব অতিশয় শুভ। অর্থোপার্জন খুব ভাল হবে, ব্যয় হবে অল্প। সুতরাং, সঞ্চয় হবে প্রচুর। চাকুরিরত ব্যাক্তির পদমর্যাদা বৃদ্ধি, অর্থাগম বৃদ্ধি, বিদেশ গমন, সুনাম বৃদ্ধির যোগ বিদ্যমান। ব্যবসায়ীদের পক্ষেও এ বছর সুবর্ণসুযোগ লাভের কাল। বিশেষত, রফতানি বাণিজ্যে অধিক উন্নতিলাভের যোগ রয়েছে। মাঝেমাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হবে, তবে তা স্থায়ী হবে না। নিজের বিদ্যালাভ, পরীক্ষায় আশাতিরিক্ত সাফল্য প্রভৃতি যেমন বিশেষ আনন্দের কারণ হবে, তেমনই সন্তানের কৃতিত্বেও গৌরব বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর রাখা দরকার। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে অসদ্ভাব ও সামান্য বিরোধের যোগ আছে। কিন্তু সংযত থাকলে এই সব সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। পিতা-মাতার স্বাস্থ্যহানি, বিশেষত মাতার অসুস্থতা দুশ্চিন্তা ও উদ্বেগের সৃষ্টি করতে পারে। বন্ধুবর্গের সঙ্গে সদ্ভাব ক্ষুণ্ণ হবে না। প্রবল শত্রুজয়ী যোগ রয়েছে। শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই বলাই চলে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ