Banner

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প | Pradhan Mantri Awas Yojana

 

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উদ্দেশ্য | PMAY

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প (Pradhan Mantri Awas Yojana): ভারতের প্রধানমন্ত্রী এখনকার নাগরিকদের জন্য  চালু করেছেন। PMAY-এর উদ্দেশ্য হলো ভারতের প্রত্যেক নাগরিক যাতে তাদের নিজেদের বাড়ি বানানো থেকে বঞ্চিত না হয়। এটা কেন্দ্র সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি যোজনা। এখানে আপনাকে ব্যাংক থেকে লোন দেওয়া হয়, এবং সেই সঙ্গে সুদের একটি পরিমাণ ও চাওয়া হয় যেটা সময় মতো ব্যাংকে ফেরত দিতে হয়। এই সুদের পরিমাণ বেশিরভাগ সময়ই 9% হয়ে থাকে, এবং এই সুদের হারের উপর ব্যাংক আপনাকে 6.5% পর্যন্ত একটি subsidy দেবে। এর পর বাকি জে 2.5% বা 3% এর সুদ টা থাকবে সেটা আপনাকে pay করতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প | Pradhan Mantri Awas Yojana
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প | Pradhan Mantri Awas Yojana



FSSAI কি

আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে কি করে আপনি এই প্রকল্পের লিস্টে আপনার নাম চেক করবেন? নামের তালিকায় আপনার নাম আছে কিনা সেটা জানাটা ভীষন জরুরী।

তাই প্রথম জানা যাক, আপনি এই প্রকল্পের জন্য কিভাবে অনলাইন অথবা অফলাইন এ আবেদন করবেন। তবে যারা গ্রামে বসবাস করেন তারা যদি অনলাইনে আবেদন করতে যান তাহলে সে ক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ড এর দরকার পড়বে যেটা নিকটবর্তী অঞ্চলে অথবা বিডিও অফিসে এবং গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে। অথবা এভাবে না হলেও অফলাইনেও আবেদন করতে পারেন।

 

প্রধানমন্ত্রী আবাস যোজনার শর্তাবলী:- সর্বপ্রথম আপনার পরিবারের কেউ সরকারি চাকরি বা সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি এই ঘর পাবেন না। আপনাকে আপনার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

 প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করবার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:- আধার কার্ড। প্যান কার্ড। ইনকাম সার্টিফিকেট। রেশন কার্ড। পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার স্থায়ী ঠিকানার প্রমানপত্র।

আবেদন পদ্ধতি:- অনলাইনে আবেদন করবার জন্য নীচে থাকা পদ্ধতিগুলি পর পর ফলো করতে হবে।

(ক) সবার প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে এবং সেখানে আবেদন পোর্টালে প্রবেশ করতে হবে। আপনাদের সুবিধার্থে আমরা সরাসরি আবেদন পোর্টালের লিঙ্ক নীচে দিয়ে রাখলাম।

 (খ) আবেদন পোর্টালে ঢুকলেই আপনার সামনে আধার কার্ড নাম্বার ও আপনার নাম চাওয়া হবে সেই দুটি সঠিক ভাবে বসিয়ে নীচে থাকা Terms and Conditions এ টিক দিয়ে Check বাটনে ক্লিক করুন।

(গ) এরপর আপনার সামনে আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে আপনাকে খুব গুরুত্ব সহকারে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে নীচে থাকা Terms and Conditions এ টিক দিয়ে ও ক্যাপচা কোড ফিল করে Save বাটনে ক্লিক করতে হবে।

সেভ বাটনে ক্লিক করলেই আপনার আবেদন করা সম্পূর্ণ হবে এবং আপনাকে একটি Assessment ID দেওয়া হবে। এই Assessment ID দিয়ে আপনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন।

 প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস চেক করবেন কি করে:- সেজন্য আপনাদের আবারও ওয়েবসাইটের মেইন পেজে আসতে হবে এবং স্ট্যাটাস চেক পোর্টালে যেতে হবে। স্ট্যাটাস চেক পোর্টালের লিঙ্কও নীচে দেওয়া রইলো। আপনারা লিঙ্কে ক্লিক করলে একটি পেজে আসবেন সেখানে আপনাকে Assessment ID অপশনটি সিলেক্ট করে নীচে ঘরে আপনার আইডি টাইপ করতে হবে এবং তার পাশে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Submit এ ক্লিক করলেই আপনি আপনার আবেদন পত্রের স্ট্যাটাস দেখতে পারবেন।

• অবেদন পোর্টাল লিঙ্ক:- Link

• স্ট্যাটাস চেক পোর্টাল লিঙ্ক:- Link

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প | Pradhan Mantri Awas Yojana
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প | Pradhan Mantri Awas Yojana

প্রধানমন্ত্রী মূদ্রা লোন

প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জন্য যোগ্যতা

  • আপনার বয়স 25 years থেকে 55 years পর্যন্ত হতে হবে।
  • income certificate –  এখানে আবেদনকারী দের income কে 4 টি ভাগে ভাগ করা হয়েছে। যথা
  • EWS ( Economically weaker section ) এ যারা আছেন তাদের salary minimum 3 lakhs এর মধ্যে হতে হবে।
  • LIG ( Lower Income Group ) এ যারা আছেন তাদের salary 3 lakhs থেকে 6 lakhs এর মধ্যে হতে হবে।
  • MIG 1 ( Middle Income Group 1 ) এ যারা আছেন তাদের salary 6 lakhs থেকে 12 lakhs পর্যন্ত হতে হবে। 
  • MIG 2 ( Middle Income Group 2 ) এ যারা আছেন তাদের salary 12 lakhs থেকে 18 lakhs এর মধ্যে হতে হবে। 
  • আপনার কাছে আগে থেকে কোনো নিজস্ব ঘর থাকা যাবে না , আর যদি থাকে তাহলে আপনি এখানকার সুবিধা পাবেন না। 
  • আপনি আগে যদি কখনো কোনও scheme এর দ্বারা টাকা না নিয়ে থাকেন তাহলে ই আপনি এর সুবিধা পাবেন।  
  • আপনার কাছে অবশ্যই আঁধার কার্ড থাকতে হবে।
  • EWS আর LIG বিভাগে থাকা ব্যাক্তিরা যদি কোনো property কিনতে চান তাহলে তাদের পরিবারের মুখ্য সদস্য হিসাবে একজন মহিলা কে থাকতে হবে। 
  • আর যদি আপনি construction করাতে চান  বা others কোনো extension করাতে চান তাহলে কোনো মহিলার মালিকানা না থাকলেও হবে। 

আপনি যদি এই শর্ত গুলির অধীন হয়ে থাকেন তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ( pradhan mantri Awas Yojana ) পেয়ে যাবেন।

Pradhan Mantri Awas Yojana PMAY(Urban) Subsidy

Section

বার্ষিক household আয়

Carpet Area-Max

Interest Subsidy (%)

Subsidy calculated on a max loan of

Max Subsidy (Rs.)

EWS and LIG

6 লাখ পর্যন্ত

60 sqm

6.50 %

6 লাখ

2.67 লাখ

MIG 1

6 থেকে 12 লাখ

160 sqm

4.00 %

9 লাখ

2.35 লাখ

MIG 2

12থেকে18 লাখ

200 sqm

3.00 %

12 লাখ

2.30 লাখ

 

অন্যান্য প্রকল্পের মত প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022 কেন্দ্র সরকারের একটি প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রকল্পটির আনার মূল উদ্দেশ্য ছিল, দেশের সমস্ত  মানুষদের একটি বাসভবন অথবা বাড়ি যাতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ