Banner

299 টাকায় পাবেন 10লাখের সুবিধা - Post Office Accidental বিমা Plan

 Post Office অ্যাক্সিডেন্টাল বিমা প্ল্যান

এবার দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে 299 টাকায় পাবেন 10 লাখের সুবিধা - Post Office Accidental বিমা Plan এনেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB)

২৯৯ টাকায় পাবেন ১০ লাখের সুবিধা - Post Office অ্যাক্সিডেন্টাল বিমা প্ল্যান
299 টাকায় পাবেন 10লাখের সুবিধা - Post Office Accidental বিমা Plan 

কী রয়েছে এই বিমায় ?

ভারতীয় পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) একটি বিশেষ গ্রুপ দুর্ঘটনা সুরক্ষা বিমা নিয়ে এসেছে। এই স্কিমের আওতায় আপনি মাত্র ২৯৯ ও ৩৯৯ টাকার প্রিমিয়াম-সহ এক বছরে ১০ লক্ষ টাকার বিমা কভারেজ পাবেন।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক(India Post Payments Bank) ও টাটা এআইজির (Tata AIG)-র মধ্যে এই নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে, ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এই গ্রুপ দুর্ঘটনা বিমা কভারের সুবিধা নিতে পারবেন। সেই ক্ষেত্রে উভয় বিমা কভারে দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী বা আংশিক বা সম্পূর্ণ অক্ষমতা, পক্ষাঘাতগ্রস্তরা ১০ লক্ষ টাকার বিমা কভার পাবেন। তবে এক বছর শেষ হওয়ার পরে এই বিমাটিও পরের বছর রিনিউ করতে হবে। এর জন্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সুবিধাভোগীর একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ মিউচুয়াল ফান্ড / SIP কি

হাসপাতালের খরচ পাবেন

এই বিমার সবথেকে ভাল বিষয় হল, যেকোনও দুর্ঘটনার কারণে আপনি হাসপাতালে ভর্তি হলে চিকিত্সার জন্য ৬০,০০০ টাকা পর্যন্ত IPD খরচ পাবেন ও OPD-তে ৩০,০০০ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন৷

কী কী সুবিধা পাবেন এতে ?

একই সময়ে, ৩৯৯ টাকার প্রিমিয়াম বিমায় সব সুবিধাগুলি ছাড়াও ২ সন্তানের শিক্ষার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত পাবেন এই প্ল্যানে। সঙ্গে ১০ দিনের জন্য হাসপাতালে ১০০০ টাকার দৈনিক খরচ পাওয়া যাবে। পরিবারের জন্য ২৫,০০০ টাকা পর্যন্ত পরিবহণ খরচ অন্য কোনও শহরে বসবাস ও মৃত্যুর ক্ষেত্রে, শেষকৃত্যের জন্য ৫০০০ টাকা পর্যন্ত খরচ দেওয়া পাবেন বিমাকারী। এই বিমা সুবিধায় রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীরা কাছের পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ