Banner

ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design

 

 ইন্টেরিয়র ডিজাইন করে কোথায় চাকরী পাব 

ইন্টেরিয়র ডিজাইন কোর্স আর কোর্স করে চাকরী কোথায় পাব আজ এটাই আমাদের আলোচ্য বিষয়।আলোচনা শুরুর আগে জেনে নেওয়া যাক, ইন্টেরিয়র ডিজাইন বলতে আমরা কি বুঝি!!  সাধারণত ইন্টেরিয়র ডিজাইন বলতে ঘর গোছানোকে বুঝে থাকি আমরাবাস্তবে শুধু ঘর গোছানো নয় ইন্টেরিয়র ডিজাইন শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয় । Interior শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Intro থেকে – যার অর্থ ভিতরএর সাথে যুক্ত হয়েছে Design শব্দটি – যার অর্থ নকশা । এই দুটি শব্দ একত্রিত করলে হয় Interior Design । যার আভিধানিক অর্থ দাঁড়ায় আভ্যন্তরীণ নকশা বা অন্দর সজ্জা । 

ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design
  ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design 

আপনি যে ঘরে বসবাস করছেন সে ঘরের দেয়াল, মেঝে, দরজা, জানালা, আসবাব এমনকি পর্দাটাই বা কেমন হবে সে হিসাবটা করবেন ইন্টেরিয়র ডিজাইনার। এক কথায় বলা চলে, ঘরের দেয়ালের রঙ, মানানসই আসবাবপত্রের ডিজাইন ও রঙ থেকে শুরু করে স্বল্প পরিসরের জায়গাকে কীভাবে বেশি করে ব্যবহার করা যায়, সে বিষয়ে যাবতীয় ডিজাইন ও বাস্তবায়ন করাটাই ইন্টেরিয়র ডিজাইনারের কাজ।

একজন ইন্টেরিয়র ডিজাইনার কোথায় কাজ করেন?

·         ইন্টেরিয়র ডিজাইনিং কন্সাল্টেন্সি ফার্ম

·         রিয়েল এস্টেট ও ডেভেলপমেন্ট কোম্পানি

ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design
   ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design 

·         বিজ্ঞাপনী সংস্থা

·         মাল্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানি

·         হোটেল চেইন

·         অনলাইন মার্কেটপ্লেস


আরও পড়ুনঃ  ট্যুরিজম ম্যানেজমেন্ট


কীভাবে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়বেন?

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে সব কিছু। ইন্টেরিয়র ডিজাইনিং একটি বহুমাত্রিক পেশা, যেখানে সৃজনশীলতা ও প্রযুক্তি একসঙ্গে প্রয়োগ করা হয়। এর মূল লক্ষ্য হলো বাড়ী ও কর্মক্ষেত্রের সাজসজ্জাকে আরও আকর্ষণীয় করে তোলা।

ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design
  ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design 

পরিসংখ্যান বলছে, ২০৩০ সালের মধ্যে ইমারত ও নির্মাণ শিল্পের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠতে চলেছে ভারত। ২০২২ সালের মধ্যে সব থেকে বেশি কর্ম সংস্থান তৈরি হবে এই নির্মাণ ক্ষেত্রে, কাজ করবেন সাড়ে সাত কোটিরও বেশি মানুষ। স্বাভাবিকভাবেই ইমারত ও নির্মাণ শিল্পের এই বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা বাজারও।

 আরও পড়ুনঃ হোটেল ম্যানেজমেন্ট

একজন ইন্টেরিয়র ডিজাইনারের কাজ কী?

ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design
   ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design 

·         ক্লায়েন্টের ঠিক কেমন ডিজাইন প্রয়োজন, আলোচনার মাধ্যমে তা স্থির করা

·         যে স্থান ব্যবহার করা হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য ও ধারণা সংগ্রহ

·         কাজের ফি নির্ধারণ করা

·         প্রকল্পের জন্য গবেষণা করা ও সম্ভাব্য সময় নির্ধারণ

·         কম্পিউটারে নকশা তৈরি করার সফটওয়্যারে (CAD) ছোট মাপের মডেল ব্যবহার করে বিস্তারিত নকশা তৈরি করা

·         বাজেট অনুযায়ী নকশার জন্য সবচেয়ে উপযুক্ত উপকরণ নির্বাচন

·         ক্লায়েন্টের সাথে নিয়মিত পরামর্শ করা ও কাজের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দেয়া

·         প্রকল্প বাস্তবায়নের সময় সার্বিক তত্ত্বাবধান করা

 

ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design
   ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design 


ইন্টেরিয়র ডিজাইন কোর্স 

·        মাস্টার ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন (MASTER DIPLOMA IN INTERIOR DESIGN)

·        ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন (DIPLOMA IN INTERIOR  DESIGN)

·        সার্টিফিকেট কোর্স ডিজাইন ভিসুয়ালিজেশন (CERTIFICATE COURSE – DESIGN VISUALIZATION):

 

ইন্টেরিয়র ডিজাইন শিখতে কি যোগ্যতা লাগে :

শিক্ষাগত যোগ্যতা: ক্লাস ১২ পাশের পর, সাধারণত ইন্টেরিয়র ডিজাইন কিংবা আর্কিটেকচারে ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি থাকা প্রয়োজন।

    

অভিজ্ঞতা: কাজ ও প্রতিষ্ঠানভেদে আলাদা হয়। তবে বড় প্রজেক্টে কাজ করার জন্য ২-৩ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।


কোলকাতায় ইন্টেরিয়র ডিজাইন কোর্স কোথায় করানো হয়ঃ


INIFD SaltLake Kolkata - Fashion Design Course & Interior Design Course

AddressDD-7, Salt Lake City Next to ILS Hospital, near City Center 1, Kolkata, West Bengal 700064

Phone074390 89644

 

International School of Design - Fashion Interior Jewellery College

 Address: P-40, Block B, Lake Town, Kolkata, West Bengal 700089

 Phone062910 65177

 

George Institute Of Interior Design

 Address22a, Loudon St, Elgin, Kolkata, West Bengal 700016

 Phone098311 68423

 

Glaamour School of Fashion & Interiors - Best Fashion & Interior Design Institute in Kolkata

 Address10th floor, Everest House, 46C, Jawaharlal Nehru Rd, Kankaria Estates, Park Street area, Kolkata, West Bengal 700071

 Phone089810 05522

 


Fashion Design Course Training-Dream Zone Institute

 AddressRm.No.321, Karnani Mansion, 25A, Park St, Taltala, Kolkata, West Bengal 700016

Phone085848 53771

 

Interior Designing Institute in Kolkata | GIFT

 Address7, Acharya Jagadish Chandra Bose Rd, Elgin, Kolkata, West Bengal 700017

 Phone098304 97111


 আরও পড়ুনঃ ওয়েব ডিজাইন


ইন্টেইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে কিছু ছোট খাটো ভুল ধারণা। 

অনেকে ভাবেন ইন্টেরিয়র ডিজাইন কেবলই ফেব্রিক, ফার্নিশিং এবং ঘরের সবকিছু সুন্দর আর পারফেক্ট করার ভেতরই সীমাবদ্ধ!  এবং বাকিরা ভাবেন ইন্টেরিয়র ডিজাইন কেবল টিভি সিনেমার ঘর বাড়ির মতই অবাস্তব বা শুধু টিভি স্ক্রিনের জন্যই উপযুক্ত।


ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design
   ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design 

ইন্টেরিয়র ডিজাইনার নিয়োগ অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া

আমি নিজেই তো সব পারি, কেন ইন্টেরিয়র ডিজাইনার নিয়োগ করবো

ইন্টেরিয়র ডিজাইন, শুধু বড় বড় স্পেসের জন্যই উপযুক্ত

ইন্টেরিয়র ডিজাইন মানেই ঘরের সব পুরনো কিছু বাতিল করে দেয়া

ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design
  ইন্টেরিয়র ডিজাইন কি। ইন্টেরিয়র ডিজাইন কোর্স | Interior Design 

ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা জন্য বাঙালির চাহিদার শেষ নেই৷ বাঙালিদের ঘর গুছিয়ে রাখার চেষ্টাটা আর অন্য সব সংস্কৃতির মানুষের থেকে বেশ আলাদা৷ কিন্তু সেই গুছিয়ে রাখার জন্য পরিকল্পনা করার লোকেরও তো দরকার৷ এই একুশ শতকে বাঙালী বাড়ীর গৃহ বধূরাও তাদের কর্ম জগৎ ও সংসার নিয়ে সদা ব্যস্ত থাকেন, তাই ঘরের ইন্টিরিয়র ডিজাইন করতে এই প্রফেশনাল ইন্টিরিয়র ডিজাইনার ছাড়া কারও কোনও-ই গতি নেই৷


FAQ:-


প্রঃ ইন্টিরিয়র ডিজাইনিং কি?

উঃ Interior শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Intro থেকে – যার অর্থ ভিতরএর সাথে যুক্ত হয়েছে Design শব্দটি – যার অর্থ নকশা । এই দুটি শব্দ একত্রিত করলে হয় Interior Design। যার আভিধানিক অর্থ দাঁড়ায় আভ্যন্তরীণ নকশা বা অন্দর সজ্জা । আপনি যে ঘরে বসবাস করছেন সে ঘরের দেয়ালমেঝেদরজাজানালাআসবাব এমনকি পর্দাটাই বা কেমন হবে সে হিসাবটা করবেন ইন্টেরিয়র ডিজাইনার।

প্রঃ ইন্টিরিয়র ডিজাইনিং কোর্সের খরচ কেমন?

উঃ ইন্টিরিয়র ডিজাইনিং কোর্সের খরচ সর্বনিম্ন ৫০০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ্য টাকা অবধি হতে পারে। এটি নির্ভর করছে, আপনি কোন প্রতিষ্ঠান থেকে কোর্সটি করছেন ও কোর্সের মেয়াদ কত দিনের তার উপর। 

প্রঃ ইন্টিরিয়র ডিজাইনিং করতে কি যোগত্য লাগে?

উঃ সাধারণত ১২ ক্লাস উত্তীর্ণ হওয়ার পর এই কোর্সে ভর্ত্তি হওয়া সম্ভব। কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা দিতে হয়, যেমন – CEED, NID DAT ইত্যাদি।

প্রঃ ইন্টিরিয়র ডিজাইনিং করে কোথায় চাকরী পাব?

উঃ আপনার  যোগত্যা অনুসারে নিম্নলিখিত প্রতিষ্ঠান গুলিতে আপনি চাকরী পেতে পারেন। 

  •   ইন্টেরিয়র ডিজাইনিং কন্সাল্টেন্সি ফার্ম

        ·         রিয়েল এস্টেট ও ডেভেলপমেন্ট কোম্পানি

        ·         বিজ্ঞাপনী সংস্থা

        ·         মাল্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানি

        ·         হোটেল চেইন

        ·         অনলাইন মার্কেটপ্লেস

প্রঃ ইন্টিরিয়র ডিজাইনিং কত দিনের কোর্স?

উঃ ছয় মাসের ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে ১ - ২ বছরের ডিগ্রী কোর্স রয়েছে।

 থেকরর্কে ps;dকিছু ধারণা যা মোটেও সত্যি নয়

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ