Banner

১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year

  শুভ নববর্ষ 

১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year
১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year


১লা বৈশাখ মানেই বাঙালির কাছে আবেগভরা একটি আনন্দের দিন। কবজি ডুবিয়ে পেটপুজো, হালখাতার মধ্যে দিয়েই নববর্ষের প্রথম দিনটা উদযাপিত হয়  থাকে বাঙালার  প্রতিটি ঘরে ঘরে।

বাংলা সন শেষের দিন, আর কিছু সময় পর বাংলা ক্যালেন্ডারের নতুন সাল শুরু হবে। বিগত বছরের সকল কথা ভুলে গিয়ে বাঙালি মানুষ নতুন সালকে বরণ করে নেয়। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই দিনটি সকলে বরণ করে থাকে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য একটি কার্যক্রম হলো এই দিনটির শুরুতে মানুষ একে অপরকে শুভেচ্ছা বার্তা জানাই। অনেক নববর্ষের কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে থাকে আবার অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানাই। বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা এখানে পয়লা বৈশাখ এর শুভেচ্ছা বার্তা প্রদান করেছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা গুলো দিয়ে একে অপরকে অভিনন্দন জানাতে পারেন।

১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year
১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year



শুভেচ্ছা বার্তাঃ-

v মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, নববর্ষের আনন্দ হোক অফুরন্ত। শুভ নববর্ষ ।

v উদাসী হাওয়ার সুরে সুরে। নতুন বছর এলো ঘুরে। তাইতো জানাই তোমাকে। শুভ নববর্ষ

v নবরূপে নববর্ষ রাঙিয়ে দিক প্রতিটা মুহূর্ত। আগামী দিনগুলি সুন্দর হোক। শুভ নববর্ষ ।

v নববর্ষের নতুন সুরে বেজে উঠল বীণার তার, কৃষি প্রান্তর হয়ে উঠুক সুজলা-সুফলা সমাহার। শুভ নববর্ষ ।

v নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা পূর্ণ হোক সকল বন্ধুর মনের ইচ্ছা।  শুভ নববর্ষ ।

আরও পড়ুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year
১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year

নববর্ষের ইতিহাসঃ- 

ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সঙ্গে মিলত না। তাই চাষিদের অসময়ে খাজনা পরিশোধ করতে হত। ফলে সমস্যা দেখা দিত। তাই মুঘল সম্রাট আকবরের আদেশে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সন তৈরি করেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে তা "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আবার, কয়েকজন ঐতিহাসিকের মতে, বাংলা দিনপঞ্জি উদ্ভব হয়েছিল রাজা শশাঙ্কের সময় থেকে। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ইতিহাস অনুযায়ী, মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকেই নাকি পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রজারা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা পরিশোধ করত। এর পরদিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। এই উৎসবটিই বর্তমানে এত বড় সামাজিক উৎসবে পরিণত হয়েছে।

বাঙালীর ১লা বৈশাখ মানেই চৈত্রসেলে কেনাকাটা

১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year
১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year

বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের উপর দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড়, যার প্রচলিত কথ্য নাম 'চৈত্র সেল'। তাই, পয়লা বৈশাখ উপলক্ষে এবং এই ছাড়ের সুবিধা গ্রহণ করতে সমস্ত মানুষ একমাস ধরে নতুন জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেন।
১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year
১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year

বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজোর জন্য প্রচুর ভিড় হয়। এইদিন বাঙালীরা পরিবারের সদস্য-সদস্যারা বিশেষত মহিলারা তাদের প্রিয়জনের মঙ্গল কামনা করে পুজো দেন। আবার ছোট-বড়-মাঝারী বিভিন্ন ব্যবসায়ী তথা দোকানদাররা এই দিন ব্যস্ত থাকেন তাদের দোকানের হালখাতা পূজা নিয়ে।





সবশেষে বলাবাহুল্য বাংলাদেশ এবং ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পয়লা বৈশাখ উদযাপিত হয়। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরাতে বৈশাখী মেলার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করা হয়।


FAQ:-

প্রঃ শুভ নববর্ষের ছবি

উঃ 

১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year
১লা বৈশাখ । বাংলার নববর্ষ । Bengali New Year

প্রঃ শুভ নববর্ষের  শুভেচ্ছা বার্তা

উঃ * নবরূপে  আরও একবার।

           বছর ঘুরে এল আবার।।

          বছরের এই প্রথম দিনে, শুভেচ্ছা জানাই প্রতিজনে।

          ভালো থেকো মনে  রেখো রইল আশা মন মাঝারে।। 

   ** নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা পূর্ণ হোক সকল বন্ধুর মনের ইচ্ছা।  শুভ নববর্ষ ।

  *** নববর্ষের নতুন সুরে বেজে উঠল বীণার তার, কৃষি প্রান্তর হয়ে উঠুক সুজলা-সুফলা সমাহার।         শুভ নববর্ষ ।

প্রঃ ১লা বৈশাখ  বাংলা নববর্ষের ইংরেজী তারিখ

উঃ সাধারণত  প্রতি বছর ১৫ই এপ্রিল হয় বাংলা নববর্ষ, তবে ৪ বছর অন্তর লিপ ইয়ার (২৯দিনের ফেব্রুয়ারী মাস) গুলিতে ১৪ই এপ্রিল হয় বাংলা নববর্ষ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ