Banner

দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing

 

তিনচুলে- নিরিবিলিতে ছুটি কাটানোর আদর্শ ডেস্টিনেশন  

তিনচুলে আদর্শ ডেস্টিনেশন তাদের জন্য, যারা প্রচুর টুরিষ্টের ভীড় এরিয়ে নিরিবিলিতে দুদিন ছুটি কাটানোর ঠিকানা খোঁজেন। Tinchuley তে থাকার ব্যবস্থা  হয় হোমষ্টে-র মাধ্যমে। দার্জিলিং এর খুব কাছেই মাত্র ২৫ কিমি দূরে সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই তিনচুলে গ্রামটি। 

দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing
দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing

যারা নির্জনতার মাঝে কাঞ্চনজঙ্ঘা ও পাহাড়ি জীবনের স্বাদ নিতে চান তাদের কাছে বেশ নতুনত্বের ছোঁয়া হবে তিনচুলে। তিনচুলে, দার্জিলিং জেলার অন্তর্গত এই পার্বত্য এলাকা তাকদাহ থেকে তিন কিলোমিটার দূরত্ব অবস্থিত। সমুদ্রতল থেকে প্রায় ছয় হাজার ফুট উচ্চতার এই স্থান কালিম্পং পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে। তিস্তাবাজার থেকে খাড়াই রাস্তা বড়ামাঙ্ওয়া গ্রাম হয়ে সোজা আসছে  তিন চুলে । তবে এই রাস্তা বেশ খারাপ ,সারাই চলছে । তুলনা মুলক ভাবে তাকদাহ-পেশক রোড বেশ ভালএই পথের পাশের দৃশ্যও মনোহর; প্রথমে তিস্তা ,পরে  চায়ের বাগান পথ চলার  সঙ্গী হয় ।আবহাওয়া ভালো থাকলে তুষারশৃঙ্গ দৃশ্যমান হয় । 

শিয়ালদহ কিংবা হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন ধরে পৌঁছতে হবে শিলিগুড়ি। বাস বা বিমানেও পৌঁছে যাওয়া সে শহরে। এরপর সড়কপথে ৭৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বাস, ট্যাক্সি প্রাইভেট গাড়িকে সারথি বানানো যায়। যাত্রাপথ তিন ঘণ্টার বেশি দীর্ঘ হওয়ার কথা নয়। বর্ষার দিনে সময়ের দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে।

 আরও পড়ুনঃ- ডুয়ার্স ভ্রমণ  

দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing
দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing 

পাহাড়ী ঢালে মেঘে ঢাকা সবুজে মোড়া এই হ্যমলেট। দার্জিলিং জেলার সুদৃশ্যতম চা বাগান গুলির সন্ধান মিলবে এই অঞ্চলেই। পাহাড়ী পথে, সবুজ ঘেরা চা বাগানের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হলে আসতেই হবে তিনচুলেতে। নানা পাখির ডাকে ও রূপে- গন্ধে- শোভায় সে যেন এক মায়াবী পরিবেশ। তিনচুলেতে থাকবার জন্য হোমস্টে রয়েছে বেশ পকেট ফ্রেন্ডলি। স্থানীয় মানুষের আতিথিয়তা চমৎকার।


দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing
দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing

তিনচুলের মূল আকর্ষণ কমলা অর্কিডের বন। রয়েছে এক সুদৃশ্য মনেস্ট্রি। যেখানে এক লামা ১৭ বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন বলে কথিত রয়েছে। খুব কম দূরত্বের মধ্যে পাহাড়ের কোল বেয়ে নেমে আসা ছ'টি চা বাগান এলাকার সৌন্দর্য্যের মুকুটে পালক যোগ করেছে। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখার মজাই আলাদা। তিনচুলে থেকে কাছেপিঠে দর্শনীয় স্থান প্রচুর। রংলি রংলিয়ট চা বাগান থেকে আরেকটু নিচের দিকে ২ কিমি নামলেই গিলে ভনজং বাজার ক্রশিং ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে আপনি কালিম্পং, দুরপীন, টাইগার হিল, রাম্বি খোলা প্রভৃতি জায়গা গুলির দেখা পাবেন। এ দৃশ্য এক কথায় অনবদ্য। এছাড়া তাকদা বাজার থেকে ৬ মাইল যেতে রয়েছে তাকদা অর্কিড সেন্টার। রং বেরংয়ের অর্কিডে আপনি মুগ্ধ হবেনই। তিনচুলে এখন বেশ পরিচিত টুরিস্ট ডেস্টিনেশন। তিনচুলে থেকে তিস্তা ও রংগিত নদীর সংগম স্থল এক দূর্দান্ত দৃশ্য। এছাড়া তিনচুলে থেকে লামাহাট্টা, দুর্পিন, পেশক, মংপু , ছোট মাংগাওয়া সবই ১২-১৪ কিমির মধ্যে। তাই দিনে দিনেই ঘুরে আসা যায়। তিন চুলে থেকে দার্জিলিং ও কালিম্পং দুটো শহরই ঘণ্টা খানেকের পথ । তাই ভ্রমণ সূচিতে  এই দুটো জায়গাও জুড়ে নেওয়া যায় । 

আরো পড়ুনঃ মন্দারমণি ভ্রমণ

 

দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing
দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing 

চুলা বা চুলে শব্দের মাধ্যমে চুল্লি বা ওভেনকে বোঝানো হয়। তিনটি ছোট পাহাড় ও জঙ্গলে ঘেরা এই গ্রাম। দূর থেকে যার শোভা চুল্লি বা ওভেনের মতোই মনে হয়। তাই শখ করে এই গ্রামের নাম রাখা হয়েছে তিনচুলে।

দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing
দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing

অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে তিনচুলে যাওয়ার পরিকল্পনা করা উচিত। কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে। পাহাড় এবং উপত্যকার শোভা আরও স্পষ্ট হয় এই সময়। থাকবার জন্য রয়েছে বেশ কয়েকটি হোম স্টে।

 ফোন নং সহ তিনচুলে হোমস্টে লিস্টঃ-

অভিরাজ হোমস্টে ( ফোন নংঃ- 09749370965)

নরওয়াং তামাং হোমস্টে (ফোন নংঃ- 082503 59894)

দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing
দার্জি‌লিং থেকে তিনচুলে | তিনচুলে হোমষ্টে | Tinchuley sightseeing

তিনচুলে হিমালায়ান হোমস্টে (ফোন নংঃ- 09733266633)

কুসুম হোমস্টে (ফোন নংঃ- 08327258808)

গুরুঙ হোমস্টে (ফোন নংঃ- 09933036336)


   থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ ১০০০ থেকে ১৫০০ টাকা সিজন্‌ অনুসারে কমবেশী হয়।

আরও পড়ুনঃ- গোয়া ভ্রমণ

FAQ:

প্রঃ তিনচুলে নাম কেন?

উঃ তিনটি ছোট পাহাড় ও জঙ্গলে ঘেরা এই গ্রাম। দূর থেকে এটি চুল্লি বা ওভেনের মতোই মনে হয়। তাই শখ করে এই গ্রামের নাম রাখা হয়েছে তিনচুলে।

প্রঃ তিনচুলে কোথায় অবস্থিত ? যাব কিভাবে?

উঃ তিনচুলে, দার্জিলিং জেলার অন্তর্গত এই পার্বত্য এলাকা তাকদাহ থেকে তিন কিলোমিটার দূরত্ব অবস্থিত। 

শিয়ালদহ কিংবা হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন ধরে পৌঁছতে হবে শিলিগুড়ি, তারপর সড়ক পথে ৭৩ কি.মি. পথ অতিক্রম করতে হবে। তারজন্য বাস, ট্যাক্সি অথবা প্রাইভেট গাড়ী পেয়ে যাবেন।

প্রঃ তিনচুলে যাবার আদর্শ সময় কখন?

উঃ অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে তিনচুলে যাওয়ার পরিকল্পনা করা উচিত।

প্রঃ তিনচুলে সাইটসিন কি কি?

উঃ তিনচুলের মূল আকর্ষণ কমলা অর্কিডের বন। রয়েছে এক সুদৃশ্য মনেস্ট্রি।

    তিনচুলে ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখা। 

    এছাড়া তিনচুলে থেকে লামাহাট্টাদুর্পিনপেশকমংপু ছোট মাংগাওয়া সবই ১২-১৪ কিমির মধ্যে।

প্রঃ তিনচুলে হোমস্টে

উঃ নরওয়াং তামাং হোমস্টে, কুসুম হোমস্টে, তিনচুলে হিমালায়ান হোমস্টে, অভিরাজ হোমস্টে, গুরুঙ হোমস্টে ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ