Banner

কুবের মন্ত্র । ধনকুবের দেবতা। Kuber Dev Guardian of Wealth

 

কুবের মন্ত্র জপে সুখ-সমৃদ্ধির আহ্বান

কুবের মন্ত্রঃ প্রাচীন সনাতন হিন্দু ধর্ম অনুসারে মা “লক্ষ্মী”কে যেমন সম্পদ ও সমৃদ্ধির দেবী বলে আমরা পূজা অর্চনা করি, ঠিক তেমনই “ধন-কুবের” হলেন সম্পদের দেবতা। কথায় বলে ধন-কুবেরের মতো ধনী ব্যক্তি পৃথিবীতে আর দুটো ছিল না৷ শিবের কাছ থেকে বর লাভ করে, এই বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন কুবের ৷ প্রচলিত বিশ্বাস অনুসারে মনের ভক্তি সহকারে কুবের দেবের নিয়মিত পুজো করলে তাঁর আশীর্বাদে প্রচুর অর্থ লাভ করা সম্ভব হয়। এটা বিশ্বাস করা হয় যে কুবের দেবকে নিয়মিত সত্যিকারের হৃদয় ও ভক্তি সহকারে পূজা করা হলে তাঁর মন্ত্র ভক্তি ভরে জপ করলে, তার ভক্তরা অনেক আশীর্বাদ পান আর যে ব্যক্তি ভগবান কুবেরের আশীর্বাদপ্রাপ্ত হন তিনি কখনই আর্থিক সমস্যার সম্মুখীন হন না, বলা বাহুল্য তার কোনো আর্থিক সমস্যাই নেই। গোটা জীবন পাল্টে দিতে ভগবান কুবেরের এমন একটি মন্ত্র জপ করা উচিত। পূর্ণ ভক্তি সহকারে একটি মন্ত্র জপ করলে কুবেরের আশীর্বাদ বর্ষিত হয় নিমেষের মধ্যে। শুধু তাই নয়, ভক্তের সংসারে উপচে পড়ে সুখ-সমৃদ্ধি। 


কুবের মন্ত্র জপের উপকারিতা ও নিয়ম

ক্রমাগত আর্থিক সমস্যার হাত থেকে নিষ্কৃতি পেতে প্রতিদিন শুদ্ধাচারে পরম ভক্তিপূর্ণ মনে জপ করুণ কুবের মন্ত্র তাহলেই নিশ্চিত রূপে ধনকুবেরের আশীর্বাদ ধন্য হয়ে উঠতে পারবেন খুব শীঘই।

এই মন্ত্রটি কুবের দেবের সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। টানা তিন মাস এই মন্ত্র প্রতিদিন ৩৫ বার করে জপ করলে আর্থিক কষ্ট থাকে না। এই মন্ত্র জপ করার সময় দক্ষিণ দিকে মুখ করে বসবেন। এতে ভগবান কুবের অত্যন্ত প্রসন্ন হন আর আশীর্বাদ ধন্য করে থাকেন সেই ব্যক্তিকে

আরও পড়ুনঃ ফেংশুই ও বাস্তু টিপস্‌

মন্ত্রোচ্চারণ ছাড়াও বাড়িতে এই জিনিসগুলি রাখলে কুবের দেব অত্যন্ত সন্তুষ্ট হন, তাঁর আশীর্বাদ লাভ করতে ঘরে যে জিনিসগুলি অবশ্যই রাখতে পারেন সেই জিনিষগুলি হল - গণেশের মূর্তি, নারকেল, শঙ্খ, মা লক্ষ্মীর ছবি ও বাঁশি। এই জিনিস গুলি আপনার বাড়িতে থাকলে কুবেরের আশীর্বাদে ঘর ধন সম্পদে পূরিপূর্ণ হয়ে উঠবে শুধু তাই নয় আপানার জীবনেও আসবে সুখ ও শান্তি, পূর্ণ হবে মনের সমস্ত ইচ্ছ আকাঙ্খা।

কুবের দেবের অমোঘ মন্ত্র

এই মন্ত্রটি কুবের দেবের সবচেয়ে প্রিয় বলে মনে করা হয়। টানা তিন মাস এই মন্ত্র প্রতিদিন ৩৫ বার করে জপ করলে আর্থিক কষ্ট থাকে না।

কুবেরের প্রথম মন্ত্র: ওম যক্ষ কুবের বৈশরাবণ্য ধনধনায়ধীপতায়, ধনধনায়সমৃদ্ধি মে দেহি দেপায় স্বহা
কুবের দেবের অষ্টলক্ষ্মী মন্ত্র

শুক্রবার রাতে কুবের দেবের অষ্টলক্ষ্মী মন্ত্র জপ করলে, সম্পদ- প্রতিপত্তি ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয়।

কুবেরের দ্বিতীয় মন্ত্র: ওম হ্রীন শ্রীম ক্রীম কুবেরায় অষ্ট-লক্ষ্মী মম গৃহে ধনম পুরায় পুরায় নমহঃ।

সম্পদ লাভের জন্য কুবেরের মন্ত্র

কুবের দেবের সম্পদ লাভের মন্ত্র নিয়মিত জপ করতে পারলে আর্থিক কষ্ট দূরভীত হওয়ার সাথে সাথে জীবনে সুখ ও শান্তি নেমে আসে

কুবেরের তৃতীয় মন্ত্র: ওম শ্রীম ওম হ্রীম শ্রীম হ্রীম ক্লীম বিত্তেশ্বরায় নমহঃ। 

কুবের মন্ত্র । ধনকুবের দেবতা। Kuber Dev Guardian of Wealth
কুবের মন্ত্র । ধনকুবের দেবতা। Kuber Dev Guardian of Wealth


কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলীর উৎসব পালিত হয়। এদিন আর্থিক সমৃদ্ধি ও সম্পন্নতার জন্য দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের পুজোর প্রচলনও রয়েছে। কুবের দেবের পূজা করার জন্য কুবের দেবের ছবি বা মূর্তি অথবা কুবের যন্ত্র ব্যবহার করতে পারেন। আপনার বাড়ীর ঠাকুর ঘরে রেখে শুদ্ধাচারে পূজা অর্চনা করুণ প্রতিদন প্রদীপ ধূপ জ্বালান, ফুল বা ফল অর্পণ করুণ। চন্দন বেটে যন্ত্রের চার কোণে চারটি বিন্দু আঁকুন। একটি ছোটো পাত্রে গোলাপ জল ও তাজা তুলসী পাতা নিন পূজা শুরুর সময় সেই জল প্রথমে নিজের উপর ও তারপর কেবের দেবের ছবি-মূর্তি অথবা যন্ত্রের উপর ছিটিয়ে দিন। পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে মনে কোনপ্রকার নেতী বাচক চিন্তা ভাবনা না এনে টানা ২১বার কুবের মন্ত্র জপ করুণ, অবশেষে আপনার দেবেতার কাছে আপনার মনের ইচ্ছা প্রকাশ করুণ ও তাঁর আশীর্বাদ পান।      


FAQ:-

প্রঃ কুবেরের পিতামাতা কে ছিলেন?
উঃ মহাভারত মাহাকাব্য অনুসারে প্রজাপতি পুলস্ত ও তাঁর স্ত্রী ইদাবিদার পুত্র হলেন কুবের দেব।

প্রঃ কুবের দেবের প্রিয় ফুল কি?
উঃ যেকোনো সাদা রঙের অথবা উজ্জল বর্ণে‌র ফুল কুবের দেবের প্রিয়।

প্রঃ কুবের দেবের বাহন কে?

উঃ বন্য শূকর, বেজি কুবের দেবের বাহন।

প্রঃ কুবের দেবের দিক কোনটি ?

উঃ উত্তর দিককে কুবেরের দিক মনে করা হয়।

প্রঃ কুবের আসল নাম কি?

উঃ বৈশ্রবণ কুবেরর আসল নাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ