Banner

রাশিফল ১৪৩০ বাংলায়। Horoscope in Bengali1430

Bengali New Year 1430: আসুন জেনে নেওয়া যাক, বাংলার নতুন বছরে কোন রাশির কেমন ফল

বাংলায় রাশিফল ১৪৩০। Horoscope in Bengali:1430
রাশিফল ১৪৩০ বাংলায়। Horoscope in Bengali:1430 

মেষ রাশিঃ  নববর্ষে মেষ রাশির জাতকদের নতুন নতুন কাজের প্রতি যেমন উৎসাহ বাড়বে, তেমনই উন্মাদনা বৃদ্ধি পাবে। এই সময় এনার্জিতে টগবগ করে ফুটবেন মেষ রাশির জাতকরা। দেহ মন সংসার জীবন প্রায়ই বিব্রত করে রাখবে। কর্মক্ষেত্র থাকবে স্বস্তিহীন। ব্যবসায়ীদের পক্ষে বছরটা কাটবে নানা উদ্বেগের মধ্যে দিয়ে। কোনও ঝুঁকিপূর্ণ কাজে আত্মনিয়োগ না করলেই ভালো। মেষ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আটকে থাকা সব কাজ শেষ হবে। দীর্ঘদিনের অসুখ সেরে যাবে।  যাঁরা ব্যবসা করছেন, তাঁদের আয় বাড়তে পারে। মেষ রাশির জাতক যাঁরা গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত, তাঁরাও নতুন বছরে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এই সময় চাকরিতে বড় কোনও সুযোগ আসার সম্ভাবনা আছে মেষের জাতকদের সামনে। সেই সুযোগ যদি কাজে লাগাতে পারেন, তাহলে কেরিয়ারের দিক থেকে আর পেছন ফিরে তাকাতে হবে না আপনাকে। তবে বাড়ির বাকি সদস্যদের মতামতকে গুরুত্ব না দিলে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে। বছরের শেষে কাজের চাপ থেকে মানসিক অবসাদ বাড়তে পারে।

বৃষ রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে এই বছরটা আপনার ভালো যাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করবে। উচ্চশিক্ষার সুযোগও আসতে পারে। তবে শ্রাবণ মাসের পরে আপনার শারীরিক অবস্থা ভালো নাও থাকতে পারে। সার্বিক উদ্বেগ ও অস্থিরতা একটা থাকবে তা সত্ত্বেও অপ্রত্যাশিত কোনও সুযোগ উৎসাহিত করতে পারে। কোনও ভালো ঘটনা ঘটবে। কর্মক্ষেত্রে উদ্বেগের মধ্যে আশার আলো সঞ্চার হবে। পরিবারে উৎসবের পরিবেশ তৈরি হবে।

মিথুন রাশিঃ এই বছরটা আপনাকে সব দিকেই সাবধান থাকতে হবে। ব্যবসায় আপনার সামান্য ভুলের জন্য বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। বছরের প্রথম দিকে প্রয়োজনের বেশি খরচ করবেন না। এই বছরটা আপনাকে সব দিকেই সাবধান থাকতে হবে। নববর্ষ আপনাদের জন্য উপকারী হতে পারে। এই বছরে বৃহস্পতি আপনার রাশির লাভের স্থানে থাকবে। আপনি পুরানো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। ব্যবসায় আপনার সামান্য ভুলের জন্য বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। বছরের প্রথম দিকে প্রয়োজনের বেশি খরচ করবেন না। দেহ ও মনের স্বস্তি অনেকটাই ফিরে আসবে। কর্মজীবন ও অর্থভাগ্যের কমবেশি উন্নতি হবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের পক্ষে শুভ সময়। শিল্পী, সাহিত্যিকদের যোগাযোগের পথ প্রসারিত হবে। বার কয়েক ভ্রমণ যোগ দেখা যায় সার্বিকভাবে নতুন বছরে প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে মিথুন রাশির জাতকদের।

কর্কট রাশিঃ আপনার রাগ এই বছরে আপনার শত্রু হয়ে উঠতে পারে। অনর্থক রাগ সংযত না করলে কাছের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। প্রেমের দিক দিয়ে এই বছরটা ভালো যাবে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। কর্কট রাশির বিবাহ হওয়ার যোগও রয়েছে এ বছর। তবে চাকরির বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। 

সিংহ রাশিঃ নতুন বছর এই জাতকদের বেশ ভালোই কাটবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
নতুন বন্ধুত্ব হতে পারে। কিন্তু শারীরিক অবস্থা খুব একটা ভাল থাকবে না। পারিবারিক সমস্যা মিটে যেতে পারে। নিজের যথাযথ মূল্যায়ণ করুন কর্মক্ষত্রে ইতিবাচক ব্যবহার বজায় রাখুন। স্ত্রীর ভাগ্যে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক যথেষ্ট ভাল থাকবে, তবে ব্যয় করতে হবে খুব বুঝে।

কন্যা রাশিঃ এই বছরটা কন্যা রাশির জন্য ভাল খারাপ মিশিয়ে থাকবে। খুব সাবধানে থাকতে হবে, অপবাদের যোগ রয়েছে। পুরনো বছরের অসম্পূর্ণ কাজগুলি এবছর সুষ্ঠু ভাবে সম্পর্ণ হওয়ার সম্ভবনা রয়েছে। নিজের উপর আত্মবিশ্বাস বাড়ান। বাড়তি কাজের চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, তবে তার সমাধান হয়ে যাবে। খুব প্রয়োজন না হলে দূরে বেড়াতে যাওয়া এড়িয়ে চলাই শ্রেয়।


রাশিফল ১৪৩০ বাংলায়। Horoscope in Bengali:1430
রাশিফল ১৪৩০ বাংলায়। Horoscope in Bengali:1430 

তুলা রাশিঃ নতুন বছরে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক উন্নতি হবে, তবে ব্যয় একটু বেশিই হবে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। নতুন বছরে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে ঠিকই, কিন্তু সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কর্মক্ষত্রে এমনকী ব্যাক্তিগত জীবনে সর্বত্র ভারসাম্য বজায় রাখা আপনার সাফল্যের চাবিকাঠি। বাংলার নতুন বছরটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সন্তুষ্টি নিয়ে আসতে পারে। নিজের কর্মদক্ষতায় সমাজে সম্মান বাড়বে আপনার। 

আরও পড়ুনঃ  2024 সালের ১২টি রাশির বার্ষিক রাশিফল  

বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির পারিবারিক সমস্যা সামান্য হলেও দেখা দিতে পারে, তবে খুব বড় আকার নেবে না। আর্থিক উন্নতি হবে, এবং সঞ্চয়ও ভাল হবে। নিজের কাজ সম্পর্কে সচেতন থাকবেন এবং কঠোর পরিশ্রম করুন। আপনার প্রচেষ্টাও সফল হবে। নতুন গাড়ি, বা জমি ক্রয় করতে পারবেন। ই বছর কাউকে টাকা ধার দেবেন না। স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন।

ধনু রাশিঃ বাইরের কাউকে খুব বেশি ভরসা করবেন না। এই বছর নিজের পরিবারের মানুষদের সঙ্গেও আপনার মনোমালিন্য হতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এটি শুভ ফলদায়ক বছর হতে পারে। আপনার সাহস এবং শক্তি বৃদ্ধি পাবে। আপনি স্বল্প দূরত্বের জন্য বিদেশ ভ্রমণ করতে সক্ষম হবেন। দাম্পত্যকলহ সৃষ্টি হলে, তাড়াতাড়ি মিটিয়ে নিন। প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। নতুন বন্ধু করতে যাবেন না।

মকর রাশিঃ মকর রাশির ক্ষেত্রে পারিবারিক সমস্যা থাকলেও, প্রবল হবে না। কোনও বিষয়ে মাথা গরম করলে চলবে না। কর রাশির জাতক জাতিকাদের জন্য এটি চমৎকার ফলাফল প্রদানের বছর হতে পারে। আপনি কর্মক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। চাকরির স্থানে সমস্যা থাকলেও তা কেটে যাবে।মনে বিষাদের সঞ্চার হতে পারে। কর্মজীবনে চমৎকার সাফল্যের সম্ভাবনা আছে।

কুম্ভ রাশিঃ এই বছর কুম্ভ রাশির জাতক/জাতিকাদের জন্য উন্নতির নতুন পথ খুলতে চলেছে। বৈদেশিক বাণিজ্য থেকে লাভবান হবেন। বিদেশি যোগাযোগ থেকে আপনার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। সংসার জীবনে সুখ থাকলেও, কিছু কিছু সময়ে নিজেকে একা লাগবে।সন্তানের জন্য খুব সুখ পাবেন। সংসার জীবনে সুখ থাকলেও, কিছু কিছু সময়ে নিজেকে একা লাগবে।

মীন রাশিঃ এই নতুন বছরে কোনও সিদ্ধান্ত হটকারীতায় নেবেন না, বিপদ আসতে পারে। বছরের শুরুটি খুব অনুকূল হবে। জ্ঞানের সাহায্যে আপনি বড় সমস্যাগুলি কাটিয়ে উঠবেন। খুব ভেবেচিন্তে করুন, তা না হলে বদনাম আসতে পারে। শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাই সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। শরীরের নিচের অংশে আঘাত লাগতে পারে। সঞ্চয় খুব কম হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই বছরটা খুব শুভ।


আরও পড়ুনঃ শুভ নববর্ষ ১৪৩০


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ