হোটেল ম্যানেজমেন্ট তথা হসপিটালিটি ম্যানেজমেন্ট- বাংলায় সমস্ত তথ্য
![]() |
হোটেল ম্যানেজমেন্ট । Hotel Management কোর্স in Kolkata |
হোটেল ম্যানেজমেন্টঃ এই কোর্সটি করে অনেক ছেলেমেয়েরাই নিজেদের ভবিষ্যৎ গড়ছে এবং সাফল্যও পাচ্ছে। হোটেল ম্যানেজমেন্ট তথা হসপিটালিটি ম্যানেজমেন্ট এখন কাজের দুনিয়ায় বেশ
জনপ্রিয়। উচ্চমাধ্যমিকের পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। আজকের দিনে এই কোর্সটি খুবই ফলপ্রসু।
প্রথমে হোটেল ম্যানেজমেন্ট এর স্নাতক স্তরের বিভিন্ন কোর্সগুলির ওপর একবার চোখ
বুলিয়ে নেওয়া যাক। তারপর আমরা আসবো হোটেল ম্যানেজমেন্ট কী
এবং কীভাবে পড়ব ইত্যাদি বিভিন্ন বিষয়ে।
Hotel Management (হোটেল ম্যানেজমেন্ট) সম্পর্কে বিস্তারিত আলোচনাঃ-
সাধারণ অর্থে হোটেল
ম্যানেজমেন্ট বলতে বোঝায় হোটেল সঠিক ভাবে পরিচালনা করা। অর্থাৎ হোটেলের সমস্ত
ক্রিয়াকালাপ সঠিক পদ্ধতিতে পরিচালনা করা। ক্রিয়াকালাপ বলতে সেইসমস্ত কাজগুলিকে
বোঝায় যার মাধ্যমে হোটেল ঠিক পথে চালিত করা যায়। এই কোর্স সম্পূর্ণ হওয়ার পরে
আপনি এই ক্ষেত্রে অনেক চাকরির সুযোগ সুবিধা পাবেন। হোটেল
সম্পর্কিত চাকরির অফার পাবেন।
![]() |
হোটেল ম্যানেজমেন্ট । Hotel Management কোর্স in Kolkata |
Hotel Management অধীনে কাজগুলি হল হক সেবা,
হোটেল বুকিং, হসপিটালিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।
আরও পড়ুনঃ ওয়েব ডিজাইন কোর্স
এই কোর্সে ভর্তির জন্য অনেক জায়গাতেই এন্ট্রান্স টেস্ট দিতে হয়। তাতে পাশ
করলে ইন্টারভিউ। তার পর ভর্তি। হোটেল ম্যানেজমেন্ট তথা হসপিটালিটি ম্যানেজমেন্ট-এ রয়েছে তিন বছরের ব্যাচেলার ডিগ্রি, অথবা নানা মেয়াদের ডিপ্লোমা। এই ডিপ্লোমা কোর্স মাধ্যমিকের পরেও করা যায়।
আবার স্নাতক হওয়ার পরেও এই কোর্স করা যায়। সে ক্ষেত্রেও সময়সীমা দু’ বছর আর পাওয়া যায় মাস্টার্স ডিগ্রি।
হোটেল ম্যানেজমেন্ট তথা হসপিটালিটি ম্যানেজমেন্ট ছাড়াও কালিনারি আর্টস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড প্রোডাকশন অ্যান্ড
প্যাটিসেরি, ফ্রন্ট অফিস অপারেশন, হাউস কিপিং, ক্যাটারিং টেকনোলজি, হোটেল অপারেশন ইত্যাদি বিষয় নিয়েও পড়া যায়।
বেশির ভাগ প্রতিষ্ঠান এই কোর্স শেষের সঙ্গে
সঙ্গে অন জব ট্রেনিং-এর সুযোগও দিয়ে থাকে।
এই কোর্স করার পর দেশি বিদেশি বিভিন্ন হোটেল, জাহাজ ইত্যাদিতে উচ্চ বেতনের চাকরি পাওয়া যায়। অবশ্যই বেতন নির্ভর করে প্রার্থীর যোগ্যতা আর প্রতিষ্ঠানের ওপর।
![]() |
হোটেল ম্যানেজমেন্ট । Hotel Management কোর্স in Kolkata |
প্রথমে হোটেল ম্যানেজমেন্ট
এর স্নাতক স্তরের বিভিন্ন কোর্সগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। হোটেল
ম্যানেজমেন্টের স্নাতক স্তরের বিভিন্ন কোর্স রয়েছে।
- BSc. – BSc
in Hospitality and Hotel Administration
- BHM –
Bachelor of Hotel Management
- BA in
Hotel Management
এই তিনটি হসপিটালিটি
ফিল্ডের স্নাতক স্তরের কোর্স। এখানে মূলত হসপিটালিটি সংক্রান্ত কর্মপদ্ধতি
এবং তা সঠিকভাবে পরিচালনা করার উপর অধিক জোর দেওয়া হয়। এই
কোর্সগুলি 3
বছরের কোর্স। উচ্চমাধ্যমিক
বা সমতুল পরীক্ষায় পাশ করে এবং প্রবেশিকায় উত্তীর্ণ হলে এই কোর্সগুলিতে ভর্তি হওয়া
যেতে পারে।
- BHMCT –
Bachelor in Hotel Management and Catering Technology
এটিও একটি হসপিটালিটি
ম্যানেজমেন্ট কোর্স। এই কোর্সে হসপিটালিটি পরিচালনার পাশাপাশি, ফুড প্রডাকশন এবং ক্যাটারিং প্রযুক্তির উপর
জোর দেওয়া হয়। এই কোর্সের সময়সীমা 4 বছর।
এগুলি সবই স্নাতকস্তরের কোর্স। এছাড়া স্নাতকোত্তর স্তরে MHM,
MTHM, MBA বা MSc.
এই কোর্সগুলিও করা হয়।
আরও পড়ুনঃ ট্যুরিজম ম্যানেজমেন্ট
Hotel Management (হোটেল ম্যানেজমেন্ট)-র কোন কোর্সগুলি সবচেয়ে ভালো?
যদি আপনি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করতে চান, তবে তার জন্য অনেক কোর্স রয়েছে। তবে আমরা এখানে ৪ টি হোটেল ম্যানেজমেন্ট
কোর্সের কথা আপনাদের জানাব যেই কোর্সের চাকরির সুযোগ সুবিধা বেশি। নিম্নে হোটেল
ম্যানেজমেন্টের বিশেষ ৪ টি কোর্সের সম্পর্কে আলোচনা করা হল –
·
ব্যাচেলর অফ
হোটেল ম্যানেজমেন্ট –
যা ৪ বছরের জন্য করা হয়। এটি চারটে সেমিস্টারে ভাগ করে থিওরিটিকাল এবং
প্রাকটিক্যাল ক্লাস করানো হয়। এই
কোর্সটির জন্য ছাত্রছাত্রীদের ১২ পাস করতে হবে এবং সম্ভবত ৪৫-৫০ শতাংশ নাম্বার প্রয়োজন হবে।
·
ডিপ্লোমা ইন হোটেল
ম্যানেজমেন্ট –
যদি আপনি ব্যাচেলর কোর্স করার জন্য চার বছর সময় না দিতে পারেন তবে তার জন্য ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি ভাল। এই কোর্সের মেয়াদ মাত্র এক বছরের জন্য হয়। এই কোর্স ১২ পাস স্টুডেন্টরা করতে পারবে। ১০ পাস স্টুডেন্টরাও করতে পারবে তবে তা প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে।
·
বি.এসসি ইন হোটেল
ম্যানেজমেন্ট –
এই কোর্সটির সময়সীমা তিন বছরের জন্য হয়। তাই যাদের হাতে তিন বছর সময় রয়েছে তারা এই কোর্সটি
করতে পারেন। এই
কোর্সটি করার জন্য ১২ পাস করতে হবে এবং কমপক্ষে চারটি বিষয়ে ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে।
·
বি.বি.এ ইন
হোটেল ম্যানেজমেন্ট –
এটি হোটেল ম্যানেজমেন্টের তিন বছরের আন্ডারগ্রাজুয়েট
কোর্স। যার
মধ্যে ছয়টি সেমিস্টার রয়েছে। যদি
আপনি ম্যানেজমেন্ট দক্ষতা, ম্যানেজমেন্ট
সংগঠন দক্ষতা এবং যোগাযোগ দক্ষতায়
উন্নতি করতে চায় তাহলে এই কোর্সটি
করতে পারেন। এই কোর্স করার জন্য ৫০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।
হোটেল
ম্যানেজমেন্ট কোর্সের প্রবেশিকা পরীক্ষা
ছাত্রছাত্রীরা এই কোর্সগুলি করার জন্য দুই
ধরণের প্রবেশিকা পরীক্ষায় বসতে পারে।
জাতীয় স্তরের পরীক্ষা
NCHM
JEE
Hospitality and Hotel Administration (B. Sc.) কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরের পরীক্ষা। এই
পরীক্ষার সম্পূর্ণ নাম National
Council of Hotel Management and Catering Technology Joint Entrance Examination বা NCHMCT
JEE। এই পরীক্ষার আয়োজক NTA বা National Testing Agency।
AIMA
UGAT BHM
Bachelor of Hotel Management বা BHM কোর্সের জন্য
সর্বভারতীয় স্তরের পরীক্ষা। এই পরীক্ষার আয়োজক All India Management
Association বা AIMA।
রাজ্য স্তরের পরীক্ষা
WB JEHOM
পশ্চিমবঙ্গের কলেজগুলিতে Bachelor
in Hotel Management and Catering Technology কোর্সের জন্য ভর্তি হবার প্রবেশিকা।
CET by
MAKAUT
পশ্চিমবঙ্গের Maulana Abul Kalam Azad
University of Technology বা MAKAUT বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর্সে
ভর্তি হওয়া যায় এই CET পরীক্ষার মাধ্যমে।
এগুলি রাজ্যভিত্তিক এন্ট্রান্স টেস্ট।
তবে এই প্রবেশিকাগুলি ছাড়াও বেশ কিছু কলেজে
উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে হোটেল ম্যানেজমেন্ট
কোর্সে সরাসরি ভর্তি হওয়া যায়।
এই কোর্সগুলিতে সাধারণত বাধ্যতামূলক Industrial
Training করতে হয়।
![]() |
হোটেল ম্যানেজমেন্ট । Hotel Management কোর্স in Kolkata |
কলকাতায় বহু প্রতিষ্ঠানেই Hotel Management (হোটেল ম্যানেজমেন্ট) পড়ানো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য –
·
ইনস্টিটিউট
অব হোটেল ম্যানেজমেন্ট (আইএইচএম) কলকাতা (কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের
অধীনে স্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান)
·
১ তারাতলা রোড, আলিপুর মিন্ট কলোনি, আলিপুর, কলকাতা ৭০০০৮৮।
ফোন ০৩৩ ২৪০১ ৪২১৮
কোর্স
·
(১) হসপিটালিটি অ্যান্ড হোটেল
অ্যাডমিনিস্ট্রেশন-এ তিন বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
(২) অ্যাকোমোডেশন অপারেশন অ্যান্ড
ম্যানেজমেন্ট-এ এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: অন্যতম
বিষয় ইংরেজি-সহ স্নাতক।
·
(৩) ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস-এ ২৪
সপ্তাহের ক্র্যাফটসম্যানশিপ কোর্স। ন্যূনতম যোগ্যতা: ১০+২ সিস্টেমে ক্লাস টেন পাশ।
·
(৪) ফুড প্রোডাকশন অ্যান্ড প্যাটিসেরিতে দেড়
বছরের ক্র্যাফটসম্যানশিপ কোর্স। ন্যূনতম যোগ্যতা: ১০+২ সিস্টেমে ক্লাস টেন পাশ।
·
(৫) ফ্রন্ট অফিস অপারেশনে দেড় বছরের
ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: অন্যতম বিষয় ইংরেজি-সহ উচ্চ মাধ্যমিক।
·
(৬) হাউস কিপিং-এ দেড় বছরের ডিপ্লোমা।
ন্যূনতম যোগ্যতা: অন্যতম বিষয় ইংরেজি-সহ উচ্চ মাধ্যমিক।
·
(৭) ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস-এ দেড় বছরের
ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: অন্যতম বিষয় ইংরেজি-সহ উচ্চ মাধ্যমিক।
·
(৮) ফুড প্রোডাকশনে দেড় বছরের ডিপ্লোমা।
ন্যূনতম যোগ্যতা: অন্যতম বিষয় ইংরেজি-সহ উচ্চ মাধ্যমিক।
·
(৯) বেকরি অ্যান্ড কনফেকশনারিতে ডিপ্লোমা।
ন্যূনতম যোগ্যতা: অন্যতম বিষয় ইংরেজি-সহ উচ্চ মাধ্যমিক।
·
ফি-সহ অন্যান্য
বিস্তারিত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট http://www.ihmkolkata.org
·
গুরু
নানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট
১৫৭/এফ নীলগঞ্জ রোড, পানিহাটি, সোদপুর রেল স্টেশনের কাছে, কলকাতা ৭০০১১৪। ফোন
০৯৮৩৬১০৬৯৬৪
কোর্স
ও ফি
·
(১) ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যান্ড হোটেল
অ্যাডমিনিস্ট্রেশন-এ তিন বছরের বিএ (অনার্স)।ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৪,৩৮,০০০ টাকা।
·
(২) হসপিটালিটি অ্যান্ড হোটেল
অ্যাডমিনিস্ট্রেশন-এ তিন বছরের বিএসসি (অনার্স)। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
৪,৩৮,০০০ টাকা।
·
(৩) ইন্টারন্যাশনাল কালিনারি আর্টস-এ তিন
বছরের বিএ (অনার্স)। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৪,৩৮,০০০ টাকা।
·
(৪) হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং টেকনোলজিতে
চার বছরের ব্যাচেলর। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৪,৮৮.১০০ টাকা।
·
(৫) হসপিটালিটি ম্যানেজমেন্ট-এ তিন বছরের
ব্যাচেলর। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৪,৩৮,০০০ টাকা।
·
(৬) হসপিটালিটি অ্যান্ড হোটেল
অ্যাডমিনিস্ট্রেশন-এ দু’ বছরের এমবিএ/এমএসসি। ন্যূনতম যোগ্যতা:
স্নাতক। ৩,৪৮,০০০ টাকা।
·
(৭) হোটেল অপারেশন-এ দেড় বছরের ডিপ্লোমা।
ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক। ১,৯১,০০০ টাকা।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন www.gnihm.ac.in
·
ন্যাশনাল
ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট
গড়িয়া স্টেশন রোড, গড়াগাছা, বড়োবটতলা, কলকাতা ৭০০০৮৪। ফোন ০৩৩ ২৪৩৬ ৯৬৪১।
কোর্স
ও ফি
·
(১) হোটেল ম্যানেজমেন্টে তিন বছরের বিএসসি।
ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ১.৮০,০০০ টাকা।
·
(২) হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং
টেকনোলজিতে দু’ বছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক।
১,৩২,০০০ টাকা।
·
(৩) এক বছরের ফুড প্রোডাকশন ও এক বছরের ফুড
অ্যান্ড বিভারেজ সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। ন্যূনতম যোগ্যতা: স্বীকৃত বোর্ডের ক্লাস
টেন। ৬০,০০০ টাকা।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন http://nihmkolkata.in
·
ইনস্টিটিউট
অব হোটেল অ্যান্ড রেস্টুর্যান্ট ম্যানেজমেন্ট
·
সোনারগাঁও পার্ক, তেঘরিয়া, সোনারপুর, কলকাতা ৭০০১৫০।
ফোন ০৯৮৩০৫২৯৮৪৬। ১৩১ কানুনগো পার্ক, গড়িয়া, কলকাতা ৭০০০৮৪। ফোন ০৩৩ ২৪৩৪ ৭২১৪।
কোর্স
ও ফি
·
হসপিট্যালিটি অ্যান্ড
হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে তিন বছরের বিএসসি। ২,৯৫,০০০ টাকা।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন www.ihrmedu.org
·
প্রোগ্রেসিভ
ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট
শ্রীনগর মেন রোড, শ্রীনগর, পাঁচপোতা, কলকাতা ৭০০০৯৪। ফোন ০৩৩ ২৪৩২ ৬০২১, ৮৩৩৬৯৪৬৬৬০/৬১/৬২/৬৩, ৯১৬৩৬০৭২৫৭।
কোর্স
ও ফি
·
(১) হোটেল ম্যানেজমেন্টে তিন বছরের বিএসসি।
ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ১,৮০,০০০ টাকা।
·
(২) হোটেল ম্যানেজমেন্টে এক বছরের ডিপ্লোমা।
ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৬০,০০০ টাকা।
·
(৩) হোটেল ম্যানেজমেন্টে এক বছরের অ্যাডভান্স
ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
(৪) হোটেল ম্যানেজমেন্টে ১৮ মাসের অ্যাডভান্সড
ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৯৫,০০০ টাকা।
·
(৫) হোটেল ম্যানেজমেন্টে দু’ বছরের প্রফেশন্যাল অ্যাডভান্সড ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ১,২০,০০০ টাকা
·
(৬) হোটেল ম্যানেজমেন্টে দু’ বছরের এমএসসি। ন্যূনতম যোগ্যতা: স্নাতক। ১,৪০,০০০ টাকা
·
(৭) হোটেল ম্যানেজমেন্টে দু’ বছরের এমবিএ। ন্যূনতম যোগ্যতা: স্নাতক। ১,৬০,০০০ টাকা
·
(৮) হোটেল ম্যানেজমেন্টে ছ’ মাসের সার্টিফিকেট কোর্স। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৩০,০০০ টাকা।
·
(৯) ইউজিসি অনুমোদিত হোটেল ম্যানেজমেন্টে ছ’ মাসের সার্টিফিকেট কোর্স। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ৯০,০০০ টাকা।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন http://pihmkolkata.com
·
সুভাষ
বোস ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট
·
নিউটাউন, অ্যাকশন এরিয়া ১, যাত্রাগাছি, কলকাতা ৭০০১৫৭। ফোন ০৯৮৩১১০০৭৭৩
কোর্স
·
(১) হোটেল ম্যানেজমেন্টে তিন বছরের বিএসসি।
ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
(২) হোটেল ম্যানেজমেন্টে দু’ বছরের এমএসসি। ন্যূনতম যোগ্যতা: স্নাতক।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন www.sbihm.com
·
জেবি
ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট
৪/১ দমদম রোড, আম্রপালি, সাউথ দমদম, কলকাতা ৭০০০২৮। ফোন ০৯০৮৮৮৭০৪৩৯।
কোর্স
·
(১) তিন বছরের বিটিএস + হোটেল অ্যান্ড
হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: উচ্চ
মাধ্যমিক।
·
(২) হোটেল ম্যানেজমেন্ট-এ তিন বছরের বিএসসি।
ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
(৩) হসপিটালিটি ম্যানেজমেন্ট-এ এক বছরের পোস্ট
গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: স্নাতক।
·
(৪) হসপিটালিটি ম্যানেজমেন্ট-এ এক বছরের প্রি
ডিপ্লোমা,
দেড় বছরের ডিপ্লোমা এবং দু’ বছরের অ্যাডভান্স ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক।
·
(৫) হোটেল/হসপিটালিটি ম্যানেজমেন্ট-এ তিন
বছরের ইন্টগ্রেটেড ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক।
·
(৮) ফুড অ্যান্ড বিভারেজ সার্ভিস-এ এক বছরের
ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক।
·
(৯) ফুড প্রোডাকশন, কালিনারি আর্টস অ্যান্ড বেকরি-তে এক বছরের প্রি ডিপ্লোমা, দেড় বছরের ডিপ্লোমা এবং দু’ বছরের অ্যাডভান্স
ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন https://jbihm.com
·
পৈলান
কলেজ অব ম্যানেজমেন্ট অ্যন্ড টেকনোলজি
বেঙ্গল পৈলান পার্ক, সেক্টর ১, ফেজ ১,
আমগাছিয়া রোড, জোকা, কলকাতা ৭০০১০৪। ফোন ০৩৩ ২৪৫৩ ৫৬০৫
কোর্স
·
(১) হসপিটালিটি অ্যান্ড হোটেল
অ্যাডমিনিস্ট্রেশন-এ তিন বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন http://www.pcmt-india.net/
·
ইন্টারন্যাশনাল
স্কুল অব হসপিটালিটি ম্যানেজমেন্ট
ইএন ৫৯, সেক্টর ৫, সল্ট লেক, ওয়েবেল ক্রসিং-এর কাছে, কলকাতা ৭০০০৯১। ফোন ০৯০০৭০৭০০০৪
কোর্স
·
(১) কালিনারি সায়েন্স-এ তিন বছরের বিএসসি।
ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
(২) হোটেল ম্যানেজমেন্ট-এ তিন বছরের বিএইচএম ও
বিটিএস ডুয়াল ডিগ্রি। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
(৩) হসপিটালিটি ম্যানেজমেন্ট-এ তিন বছরের
বিবিএ। ন্যূনতম যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।
·
বিস্তারিত জানতে
ওয়েবসাইট দেখুন http://www.ishm.co.in/
·
এ ছাড়াও আরও অনেক
শিক্ষাপ্রতিষ্ঠানেই হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি পড়ানো হয়।
ভারতবর্ষের
কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- IHM
Delhi
- WGSHA
Manipal
- IHM
Mumbai
- IHM
Bangalore
- IHM,
Hyderabad
- BCIHMCT
Delhi ইত্যাদি
উঃ- ভারতবর্ষে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে বেতন প্রায় বার্ষিক ২ - ৫ লক্ষ টাকার কাছাকাছি।
প্রঃ- Hotel Management কোর্স করে চাকরী কোথায় পাব
উঃ- এই কোর্স করার পর দেশি বিদেশি বিভিন্ন হোটেল, জাহাজ ইত্যাদিতে উচ্চ বেতনের চাকরি পাওয়া যায়।
প্রঃ- Hotel Management শট কোর্স
উঃ- হোটেল ম্যানেজমেন্ট ছয় মাসের সার্টফিকেট কোর্স
প্রঃ- Hotel Management কোর্স ফি্
উঃ- কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করার সরকারী ও বেসরকারী বড় বড় প্রতিষ্ঠান আছে। সেখানে প্রায় ১.৫ - ৫ লক্ষ টাকা কোর্স ফি্।
প্রঃ- Hotel Management কোর্স করতে ন্যূনতম যোগ্যতা
উঃ- হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে ন্যূনতম যোগ্যতা ঃ উচ্চ মাধ্যমিক পাশ করতে হয়। তবে হোটেল ম্যানেজমেন্ট ছয় মাসের সার্টফিকেট কোর্স ও ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি মাধ্যমিক পাশ পরেও করা যায়।
0 মন্তব্যসমূহ