পেশা যখন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম
![]() |
ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা | Tourism কোর্স |
পর্যটনের তিনটি মৌলিক রূপ রয়েছে: অভ্যন্তরীণ পর্যটন, অন্তর্মুখী পর্যটন এবং বহির্মুখী পর্যটন।পর্যটনের নিম্নলিখিত অতিরিক্ত রূপগুলি অর্জনের জন্য এগুলিকে বিভিন্ন উপায়ে একত্রিত করা যেতে পারে: অভ্যন্তরীণ পর্যটন, জাতীয় পর্যটন এবং আন্তর্জাতিক পর্যটন। বিশ্বের বিভিন্ন দেশ গুলিতে সবথেকে বেশী রাজস্ব যে ক্ষেত্র থেকে আসে সেটা ট্যুরিজম। ট্রাভেল এন্ড ট্যুরিজম ক্ষেত্রের গুরুত্ব আগামীদিনে ব্যাপক হারে বাড়তে চলেছে। তাই বলাবাহুল্য দরকার পড়বে পেশাদার কর্মীর। এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে কি পড়াশোনা রয়েছে, অর্থাৎ পেশা যখন পর্যটন, তাতে চাকরির কি সুযোগ রয়েছে।
আরও পড়ুনঃ হোটেল ম্যানেজমেন্ট
ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট (Tourism Management)
চাকরির সুযোগ
ট্রাভেল এজেন্ট, ট্রাভেল এক্সিকিউটিভ, ট্রাভেল ম্যানেজার, ট্রাভেল অফিসার, সরকারি পর্যটন বিভাগ, ট্যুর অপারেশন, ইমিগ্রেশন এবং কাস্টমস পরিষেবা, এয়ারলাইনস, হোটেলের মতো বিভিন্ন বিভাগে যুক্ত হয়ে কাজ শুরু করতে পারেন। পাশাপাশি, ভ্রমণ সংক্রান্ত বিষয়ের উপর লেখকও নিযুক্ত করেন অনেক সংস্থা। এ ছাড়াও, এই সেক্টরের উপর নিজস্ব সংস্থা খুলে ব্যবসাও শুরু করা যায়।
ট্যুরিজিমের অংশগুলো (Components of Tourism) কি কি?
১। অস্থায়ী আবাস (Accommodation)২। পরিবহণ (Transport)
৩। খাদ্য ও পানীয় (Food & Beverage)
৪। আমোদপ্রমোদ (Entertainments)
৫। বিবিধ সহায়ক সেবা (Ancillary Services)
ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের সংক্ষিপ্ত বর্ণনা
অতিমারির সময় ভ্রমণ ও পর্যটন শিল্প কিছুটা
ঝিমিয়ে পড়লেও আবারও মাথা চাড়াদিয়ে উঠেছে। গবেষণা বলছে, ২০২৫
সালের মধ্যে ৪৫ মিলিয়নেরও বেশি চাকরি তৈরি করতে পারে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম
সেক্টর। শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে পড়াশোনার পর ট্রাভেল এজেন্সি, সরকারি
পর্যটন বিভাগ, ট্যুর অপারেশন, ইমিগ্রেশন
এবং কাস্টমস পরিষেবা, এয়ারলাইনস, হোটেলের মতো আরও অনেক জায়গায়
নিজের ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পান।
এই বিষয় নিয়ে পড়ার জন্য শিক্ষার্থীরা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ের উপর স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারেন। পাশাপাশি, কেউ যদি এই বিষয় নিয়ে বিস্তর পড়াশোনা বা গবেষণা করতে চান তিনি পিএইচডিও করতে পারেন।
![]() |
ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা | Tourism কোর্স |
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়ার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন ?
·
অফুরন্ত আত্মবিশ্বাস
·
পর্যাপ্ত ধৈর্যশক্তি
·
পরিশ্রম করার ক্ষমতাসম্পন্ন হতে হবে।
· যেকোন সমস্যা দ্রুত সমাধানের দক্ষতা থাকতে হবে
স সুমিষ্ট কথা বলার সাথে সাথে সকলের সাথে সুন্দর যোগাযোগ স্থাপনের ক্ষমতা থাকতে হয়
·
ভাল যুক্তিপূর্ণ পরিকল্পনা করার দক্ষতা থাকতে হয়
·
দলবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ভাবে কাজ করার দক্ষতা থাকতে হয়
যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ক্লায়েন্টের সামলানো, তাদের সমস্যার কথা শোনা এবং বোঝা এবং দ্রুত কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকতে হয় ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয় নিয়ে কাজ করার জন্য।
· টাইম ম্যানেজমেন্ট এর ক্ষমতা থাকতে হবে।
আরও পড়ুনঃ ইন্টিরিয়র ডিজাইন কোর্স
Tourism Management: কোর্স ও যোগ্যতা
ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয়ে উপর অনেক
ধরনের কোর্স রয়েছে। নীচে প্রতিটি কোর্স এবং তার যোগ্যতা আলোচনা করা হল।
·
ট্রাভেল এন্ড টুরিজম বিষয়ে এর উপর বিএ (স্নাতক) ডিগ্রি:
এই বিষয় নিয়ে পড়ার জন্য শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণিতে ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেতে
হবে যে কোনও বিভাগে।
·
ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয়ে এর উপর এমএ (স্নাতকোত্তর)
ডিগ্রি: এই বিষয় নিয়ে পড়ার জন্য শিক্ষার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪৫ থেকে ৬০
শতাংশ নম্বরে স্নাতক হতে হবে। ভর্তির ক্ষেত্রে যে শিক্ষার্থীরা বিদেশী ভাষায়
দক্ষতা থাকে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয় অনেক
বিশ্ববিদ্যালয়।
·
ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয়ের উপর ডিপ্লোমা: এই বিষয়
নিয়ে পড়ার জন্য শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণিতে ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেতে হয় যে
কোনও বিভাগে। এবং কেউ স্নাতক হওয়ার পর এই বিষয়ের উপর পিজি ডিপ্লোমা করতে চাইলে
শিক্ষার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪৫ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে।
· ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স: এই বিষয় নিয়ে পড়ার জন্য শিক্ষার্থীকে দ্বাদশ শ্রেণিতে ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেতে হয় যে কোনও বিভাগে।
ট্রাভেল এন্ড ট্যুরিজমের কোর্স করার জন্য কোন প্রবেশিকা পরীক্ষা দিতে হয় কি?
ট্যুর
অ্যান্ড ট্রাভেলস এর উপর এমবিএ করতে হলে
CAT, XAT, GMAT ইত্যাদি পরীক্ষায় বসতে হয়।
ট্রাভেল এন্ড ট্যুরিজিম ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গের কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়:
এনএসএইচএম কলকাতা, হলদিয়া
গভর্নমেন্ট কলেজ,
আশুতোষ কলেজ,
কলকাতা,
বর্ধমান বিশ্ববিদ্যালয়,
পূর্ব মেদিনীপুর,
শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি,
অনেক ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। এ ছাড়াও আরও অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যেখানে ট্রাভেল এন্ড ট্যুরিজিম বিষয়ে নিয়ে পড়ানো হয়।
![]() |
ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা | Tourism কোর্স |
ভারতবর্ষের মধ্যে কোন কোন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ট্রাভেল এন্ড ট্যুরিজমের এর উপর কোর্স করানো হয়?
৮০০ উপর বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর উপর বিভিন্ন কোর্স পড়ানো হয়। সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলি হল-
University of Mumbai
Banaras Hindu University (BHU)
Garware Institute of Career Education and Development
Indira Gandhi National Open University (IGNOU)
কোন কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই কোর্স করানো হয়?
ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর উপর কোর্স করানো হয় এমন জনপ্রিয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে কয়েকটি হল-
IIHM Kolkata
Parul University, Vadodara
SRM Institute of Hotel Management,
Chennai
SIITAM, Hyderabad
Chandigarh University (CU), Chandigarh
আরও পড়ুনঃ অর্থ সঞ্চয়ের ২০টি সহজ উপায়ে
বিঃদ্রঃ- এ ছাড়াও কোনও শিক্ষার্থী ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট উপর বর্তমানে ডিসট্যান্স কোর্সও করতে পারেন।
FAQ:-
প্রঃ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কাকে বলে?
উঃ ভ্রমণের সময় মানুষের গতিময় ক্রিয়াকলাপ ও বিভিন্নপ্রকার পরিষেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন দ্রব্য এবং প্রভূত সেবা প্রদানের সুবিশাল ব্যবস্থাপনাকে এক কথায় ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বলে।
প্রঃ ট্রাভেল এন্ড ট্যুরিজমের কোর্স করার জন্য কোন প্রবেশিকা পরীক্ষা দিতে হয় কি?
উঃ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর এমবিএ করতে হলে, CAT, XAT, GMAT ইত্যাদি পরীক্ষায় বসতে হয়।
প্রঃ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট করে চাকরীর কি সুযোগ আছে?
উঃ ট্রাভেল এজেন্ট, ট্রাভেল এক্সিকিউটিভ, ট্রাভেল ম্যানেজার, ট্রাভেল অফিসার, সরকারি পর্যটন বিভাগ, ট্যুর অপারেশন, ইমিগ্রেশন এবং কাস্টমস পরিষেবা, এয়ারলাইনস, হোটেলের মতো বিভিন্ন বিভাগে যুক্ত হয়ে কাজ শুরু করতে পারেন।
প্রঃ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোথায় পড়ানো হয়?
উঃ Indira Gandhi National Open University (IGNOU)
Garware Institute of Career Education and Development
University of Mumbai
Banaras Hindu University (BHU)
এনএসএইচএম কলকাতা, হলদিয়া গভর্নমেন্ট কলেজ,
আশুতোষ কলেজ, কলকাতা,
বর্ধমান বিশ্ববিদ্যালয়
প্রঃ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স ফি কত?
উঃ ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ের উপর স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারেন। আবার কেউ যদি এই বিষয় নিয়ে বিস্তর গবেষণা করতে চান তিনি পিএইচডিও করতে পারেন।তাই কোর্স অনুযায়ী কোর্স ফি ও বিভিন্ন তবে ভারতবর্ষে সর্বনিম্ন আনুমানিক ২৫০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮-১০ লাখ টাকা অব্ধি ধরে নেওয়া যেতেই পারে।
0 মন্তব্যসমূহ