Banner

বার্ষিক রাশিফল ১৪৩১।১২ টি রাশির ফলাফল।Bengali Horoscope

 বাংলায় রাশিফল সন ১৪৩১

বার্ষিক রাশিফল সন ১৪৩১: গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন কমবেশি আমাদের প্রত্যেকের জীবনে গভীর প্রভাব ফেলে, আসুন তাহলে জেনে নিই - 

বার্ষিক রাশিফল ১৪৩১। ১২ টি রাশির ফলাফল।Bengali Horoscope
বার্ষিক রাশিফল ১৪৩১। ১২ টি রাশির ফলাফল।Bengali Horoscope

রাশিচক্রের ১২টি রাশির বার্ষি‌ক রাশিফল

মেষ রাশি - 

আসন্ন বছরটি এই রাশির জন্য খুব শুভ। যারা ঋণ শোধ করতে চান তাদের প্রচেষ্টা সফল হবে। পাশাপাশি সম্পদ বৃদ্ধি বা সম্পদের প্রাপ্তির যোগও রয়েছে। তবে বছরের মাঝামাঝি সময়ে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। মেষ রাশির জাতক-জাতিকারা তাদের চাকরি পরিবর্তন করলে তবেই আর্থিক প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন। আপনি আয়ের জন্য বেশ কয়েকটি নতুন উৎস খুঁজে আসতে পারে। এ বছর জাতকের উদরপীড়া,বায়ু-অম্ল-শ্লেষ্মা ঘটিত ব্যাধি, অর্শাদি গুহ্যরোগ,পায়ে আঘাতপ্রাপ্তি বা বেদনানুভব জনিত ক্লেশভোগ হতে পারে প্রশাসনিক কর্মে লিপ্ত ব্যাক্তিরা ও ব্যবসায়ীরা, বিশেষত ঔষধ ব্যবসায়ীরা উন্নতিলাভ করবেন অনেক বেশি। বিশেষ কোনও কৃতিত্ব প্রদর্শনের ফলে খ্যাতিলাভ ও সম্পদ বৃদ্ধি হতে পারে। পরীক্ষার ফল নিজের অনুকূলে থাকবে। নতুন সদ্বন্ধুলাভ ও তাঁর প্রচেষ্টায় কর্মের প্রসার ও প্রসিদ্ধিলাভের যোগ। অবিবাহিতদের বিবাহ, বিবাহিতের সুপুত্র লাভ সম্ভব। পিতা-মাতার স্বাস্থ্যের কিঞ্চিৎ অবনতি এবং তার জন্য অর্থব্যয়ের যোগ রয়েছে।  

 

বৃষ রাশি

নতুন বছরে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। নতুন বছরে সম্পদ লাভের সম্ভবনাও রয়েছে। তবে সম্পদ লাভের ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হতে পারে। বাংলার নতুন বছরে আর্থিক সমস্যার দেখা দিতে পারে। অর্থোপার্জন খুব বেশি না হলেও একেবারে মন্দ হবে না। ব্যায়াধিক্য যোগ প্রবল। এ রাশির জাতকের পক্ষে বর্তমান বছরটি খুব শুভ নয়। প্লীহা-যকৃৎ, অগ্ন্যাশয়, বৃক্ক, মূত্রাশয় ও ফুসফুস ঘটিত ব্যাধি, শিরঃপীড়া, বাত প্রভৃতি দৈহিক ক্লেশের কারণ হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের যোগও রয়েছে। বছরের প্রথমার্ধে সমস্যা দেখা দিলেও পরবর্তী ভাগে সমস্ত সমস্যা কেটে যাবে। শিক্ষার্থীদের জন্য এই বছর অত্যন্ত শুভ। নতুন বছরে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। চাকরিজীবীর পদোন্নতির পথে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে মন্দা ও কিছু অর্থনাশের যোগ রয়েছে। বস্ত্র ও হোমিওপ্যাথি ঔষধের ব্যবসায়ীদের ভাল লাভের আশা আছে। দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। বন্ধুভাব শুভাশুভ মিশ্রিত। আপনার নিজের স্বাস্থ্যের বিষয়েও যত্নবান হতে হবে।


আরও পড়ুনঃ ২০২৪ সালের রাশিফল

 

মিথুন রাশি - 

এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নতুন কোনও ব্যবসা শুরু করলে সফলতা সেভাবে হবে না নতুন বছরে। নতুন বছরে ব্যবসায় নতুন কোনও কিছু শুরু করা থেকে বিরত থাকুন। যদি আপনি চাকরি করেন তাহলে জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত খুব ভালো সময়। বছরের শুরু দিকে স্বাস্থ্য খুব ভালোই থাকবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। এই রাশির জাতকের পক্ষে বর্তমান বছরটি শুভাশুভ মিশ্রিত। এ বছরে মাঝেমধ্যে নানাবিধ রোগভোগ করতে হবে।

ঋণগ্রস্ত হওয়াও অসম্ভব নয়। শিক্ষক, অধ্যাপক ও গবেষকদের মর্যাদাহানির যোগ প্রবল। চিকিৎসক ও সঙ্গীতশিল্পীদের আয়ের ক্ষেত্র অনেকাংশে অনুকূল। অন্যান্য পেশার ব্যক্তিরা বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুবিচ্ছেদ কিংবা বন্ধুর দ্বারা অনিষ্ট সাধনের যোগ প্রবল। হিতকারী ভ্রাতৃস্থানীয় কোনও বন্ধুর আকস্মিক বিয়োগে অথবা মরণাপন্ন ব্যাধির ফলে বিশেষ চিন্তিত হয়ে পড়তে পারেন। বছরের শেষভাগে অবিবাহিতের বিবাহ হতে পারে। জাতকের পরীক্ষার ফল আশানুরূপ হবে বলে মনে হয় না। আপনি কর্মক্ষেত্র পরিবর্তনের ফলে উপকারী ফল পাবেন। নতুন বছর প্রথম দিকে আপনার কাজের অতিরিক্ত চাপ থাকবে। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যতকে লাভজনক হতে সাহায্য করবে।

 

কর্কট রাশি - 

নতুন বছরের প্রথম দিকে আপনার অতিরিক্ত চাপ থাকবে। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলি আপনার ভবিষ্যতকে লাভজনক হতে সাহায্য করবে। এই বছর আপনার সমস্ত বিনিয়োগ সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই বছরটি আপনার পারিবারিক জীবনের জন্য মিশ্র ফলাফল দেবে। আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য আপনার ইচ্ছাশক্তিই আপনার কাজের বোঝা বাড়িয়ে তুলবে। আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে, বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, কর্কট রাশিদের একটি অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হতে হবে। এ রাশির জাতকের পক্ষে বর্তমান বছরটি খুব শুভ নয়। অর্থোপার্জন খুব বেশি না হলেও একেবারে মন্দ হবে না। ব্যায়াধিক্য যোগ প্রবল। সুতরাং সঞ্চয়ের আশা কম। তবে, জীবনযাত্রা নির্বাহে আর্থিক ক্লেশভোগের আশঙ্কা তেমন নেই। বছরে দুবার কিছু ঋণ গ্রহণ করতে হতে পারে। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ সৃষ্টি হওয়া অসম্ভব নয়, বদলিরও সম্ভাবনা আছে। এ বছর বিদেশগমন খুব শুভ ফলদায়ক হবে বলে মনে হয় না। চাকরিজীবীর পদোন্নতির পথে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে মন্দা ও কিছু অর্থনাশের যোগ রয়েছে। বস্ত্র ও হোমিওপ্যাথি ঔষধের ব্যবসায়ীদের ভাল লাভের আশা আছে। তবে বছরের মাঝামাঝি সময়ে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করবে এবং আপনি কর্মক্ষেত্র পরিবর্তনের ফলে উপকারী ফল পাবেন।

 

সিংহ রাশি - 

নতুন বছরে যে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে চিন্তা ভাবনা করে তবেই পদক্ষেপ নিন। আপনি আপনার পেশাতে আর নিজের জীবনের মধ্যে সামঞ্জস্য রাখতে সফল হবেন। বছরের শুরুতেই চাকরিতে পদন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার আপনার কাজের যোগ্য সম্মান লাভে সাহায্য করবে আর আপনার সিনিয়ারদের নজরেও আসবেন। লোভ ত্যাগ করে পরিমিত খাদ্যগ্রহণ করুন, না হলে দীর্ঘকাল পেটের রোগে ভুগতে হবে। লোভ ত্যাগ করে পরিমিত খাদ্যগ্রহণ করুন, না হলে দীর্ঘকাল পেটের রোগে ভুগতে হবে। ব্যয় বেশি হলেও অর্থাভাব জনিত ক্লেশভোগ করবেন না। সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না। গৃহনির্মাণের যোগ দেখা যাচ্ছে। পুরাতন গৃহের সংস্কার সাধনও সম্ভব হবে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের অবনতি আপনার মনোবেদনার কারণ হবে। অবিবাহিতের বিবাহ এবং তা থেকে অশান্তি কিংবা পূর্ববিবাহিতের পত্নীর স্বাস্থ্যহানির জন্য মানসিক ক্লেশ ঘটবে। বিবাহের পর কর্মোন্নতি, ভাগ্যোন্নতি ও অর্থাগম বৃদ্ধির আশা করতে পারেন। কাজের সূত্রে বিদেশ গমন ও অধিক উন্নতিলাভ, নতুন বছর শুরুর থেকেই থাকবে সময় আপনার অনুকূলে। বছরের শুরু থেকেই আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন।

 
কন্যা রাশি - 

জাতকের পক্ষে বর্তমান বছরটি অনেকাংশেই শুভ। বায়ু-পিত্ত-রক্তজ ব্যাধি, চক্ষুরোগ, বাতজ বেদনা দৈহিক কষ্টের কারণ হতে পারে। তবে সে কষ্ট সহ্যের সীমা অতিক্রম করবে না। আয় হবে প্রচুর, কিছুটা বেশি ব্যয় করতে হলেও সঞ্চয় হবে অনেক। শুক্র গ্রহ যদি ভালো অবস্থানে থাকলে ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ থাকে। সেই অনুযায়ী এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হল ধনসম্পদের গ্রহ। এই বছরের প্রথম দিকে কাজের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন। কাজের জন্য প্রশংসা এবং খ্যাতি লাভ করতে পারবেন।  এ বছর বন্ধুদের দ্বারা উপকারের আশা না করাই ভাল। বিবাহিত ব্যক্তির বিবাহযোগ বিদ্যমান। আর ওই যোগ বৎসরের শেষের দিকে প্রবল হবে। বিবাহিত ব্যক্তির দাম্পত্যসুখে চিড় ধরবে না, বরং পত্নীর সাফল্য এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদের জন্য বিশেষ আনন্দিত ও লাভবান হবেন।

 

বার্ষিক রাশিফল ১৪৩১। ১২ টি রাশির ফলাফল।Bengali Horoscope
বার্ষিক রাশিফল ১৪৩১। ১২ টি রাশির ফলাফল।Bengali Horoscope

তুলা রাশি  – 

এই বছর আপনার ক্যারিয়ারে পরিবর্তন আসবে আর সম্ভবত আপনি স্থান পরিবর্তনের সুযোগ অনুভব করবেন। নতুন বছরে আপনি ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করবেন। এ বছর এই রাশির জাতকের শরীর খুব ভাল না-ও থাকতে পারে। বায়ু ও রক্তচাপ বৃদ্ধি, বাত প্রভৃতি দৈহিক ক্লেশের কারণ হবে। তবে অচল হয়ে পড়ে থাকার আশঙ্কা নেই। পায়ে আঘাত লাগলে কষ্ট বাড়বে। এই বছর আপনার পারিবারিক জীবন বেশ ভালো থাকবে। সন্তানের বিবাহের যোগ রয়েছে। শত্রুদের বিষয়ে সতর্ক থাকা একান্ত কর্তব্য। ধর্মাচরণে বাধাবিঘ্ন সৃষ্টি হলেও সচেষ্ট থাকলে সাফল্যলাভ ও তাতে সুফল প্রাপ্তির আশা রয়েছে। এই সময় অর্থের জন্য করা আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি একের থেকে বেশি জায়গা থেকে আয় করতে সফল হবেন।


আরও পড়ুনঃ বাঙালীর ১লা বৈশাখ উদযাপন 

 
বৃশ্চিক রাশি   

 জাতক এ বছর বহু সমস্যার সম্মুখীন হবেন। আবার অনেক সমস্যারই সহজ সামাধানের পথ খুঁজে পাবেন। সারা বছরই কোনও না কোনও রোগে ভুগতে হবে। শরীরে কোনও ক্ষত সৃষ্টি হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ভাল চিকিৎসার ব্যবস্থা করবেন। তা না হলে বিপদে পড়তে পারেন। আঘাতপ্রাপ্তি, রক্তপাত, অস্থিভঙ্গ প্রভৃতির আশঙ্কা বিদ্যমান। এ বছরে জাতকের শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এই বছর বৃশ্চিক রাশি দুঃখ থেকে মুক্তি পাবেন। বছরের শুরুতে শনিদেব আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে, আর অন্যদিকে গুরুদেব বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে। গুরু বৃহস্পতিও দ্বিতীয় ঘরে উপস্থিত হওয়ার কারণে পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। সুতরাং সঞ্চয়ের আশা ক্ষীণ। বরং ঋণ করতে বাধ্য হতে পারেন। কর্মস্থলে গোলযোগ সৃষ্টি, কিছু বদনাম ও অর্থক্ষতি অসম্ভব নয়। বদলি হওয়ার আশঙ্কাও রয়েছে। ব্যবসায়ীরা সাবধানে অগ্রসর হবেন, না হলে অনেক ক্ষতি হতে পারে। বন্ধুভাব শুভাশুভ মিশ্রিত। দু-একজন ছাড়া অপর কোনও বন্ধু বিশেষ উপকারে আসবেন না। একাধিক নতুন শত্রুর কবলে পড়ে বিব্রত বোধ করতে পারেন। কোনও প্রতিবেশীর সঙ্গে পুরোনো শত্রুতা হঠাৎ বৃদ্ধি পেতে পারে। তবে বছরের মধ্যভাগে ওই শত্রুতার অবসান হওয়ার যোগ রয়েছে। 

 

ধনু রাশি - 

বছরের মাঝামাঝি সময়ে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। এই বছর আপনি এরকম কোনও কাজ করবেন যা সমাজের জন্য ভালো হবে। এই সময়টি আপনার শিক্ষা আর উচ্চ শিক্ষা দুটোতেই সফলতা লাভ করতে পারেন। একাধিক বার আঘাতপ্রাপ্তিও অসম্ভব নয়। অর্থোপার্জন অনেক হবে। ব্যয়ও হবে বেশি, সুতরাং সঞ্চয় হবে অল্প। নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য বহু অর্থ ব্যয় করতে হতে পারে। তবে দারিদ্রের লক্ষণ নেই। পিতা-মাতার, বিশেষত মাতার শারীরিক অবস্থা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। পারিবারিক জীবন বেশ অনুকূল থাকবে। এই বছর আপনার পেশাগত জীবনের জন্যে বেশ ভালো। যদি কোনও নতুন কাজ শুরু করতে চান তাহলে আপনি এই বছর করতে পারেন। আপনার কাজের সুনাম হবে আর আপনি কর্মস্থলে যোগ্য সম্মান পাবেন। এই বছর আপনি যত বেশী পরিশ্রম করবেন তত বেশী অর্থ লাভ করবেন। হঠকারী সিদ্ধান্তের ফলে ন্যায্য প্রাপ্তি থেকে যাতে বঞ্চিত হতে না হয়, সে দিকে দৃষ্টি রেখে ধীর ও শান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে ফল ভাল হবে।

 

মকর রাশি - 

এই বছরের শনি আপনার রাশিতে প্রবেশ করবে এবং আপনার শক্তি বাড়িয়ে দেবে। জাতকের পক্ষ বছরটি শুভ। কেবলমাত্র, মাঝেমাঝে কিঞ্চিৎ শারীরিক ক্লেশ ও অধিক অর্থব্যয় চিত্তচাঞ্চল্যের কারণ হতে পারে। উপার্জিত অর্থের পরিমাণও হবে প্রচুর। ব্যয় অধিক হলেও সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না। এ বৎসর একাধিক স্থাবর সম্পত্তিলাভ হবে। লটারি প্রভৃতিতে প্রাপ্তির আশা ভালই রয়েছে। এই বছর, অপ্রত্যাশিত ব্যয় আর্থিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। এই বছরটি শিক্ষার্থীদের জন্য কিছু অনুকূল এবং কিছু প্রতিকূল ফলাফল নিয়ে আসবে। সুকৌশলে শত্রুদের কাছ থেকে দূরে থাকতে হবে। আপনার বিবাহিত জীবনে যে সমস্যাগুলি চলছে তা দূর হয়ে যাবে। 

 

কুম্ভ রাশি - 

 জাতক এ বছর বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে বাধ্য হবেন। সারা বছরই দৈহিক ক্লেশভোগ করতে হবে। আয়-ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আয় মন্দ হবে না, কিন্তু ব্যয় হবে প্রচুর। সুতরাং, সঞ্চয়ের আশা স্বল্প। একাধিক বার ঋণগ্রস্ত হওয়াও অসম্ভব নয়। পারিবারিক জীবনে শান্তি এবং সুখ থাকবে। পারস্পরিক সমন্বয়ের কারণে বিবাহ জীবনে সুখ থাকবে। এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। গুরুদেব বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করবে। আপনি এই বছর তীর্থস্থানে যাত্রার সুযোগ পাবেন। অধিক স্বার্থপরতা, রূঢ় ভাষণ, স্বমত স্থাপনের চেষ্টা প্রভৃতি দোষ পরিত্যাগ করলে কর্মে আশাতিরিক্ত সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি ও অর্থাগম বৃদ্ধির সুযোগ লাভ হবে। এই বছরটি আপনার ক্যারিয়ারের জন্য ভালো-মন্দে পূর্ণ হতে পারে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন। ব্যবসায়ীরা এই বছর সাফল্যের মুখ দেখতে পারবেন। আপনার অর্থ ব্যয়ের দিকে বিশেষ নজর দিতে হবে।

 আরও পড়ুনঃ বাংলা মাতৃভাষা দিবস

মীন রাশি - 

এই বছর আপনি অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী হবেন। মীন রাশির জাতকরা এই বছর অনেক ভাল উপহার পাবে যা আপনার মনকে সুখী রাখবে। এ বছর এই রাশির জাতক কিছু দৈহিক ক্লেশভোগ করলেও অন্যান্য বিষয়ে তাঁরা শুভফল লাভ করবেন সুনিশ্চিত। এ বছর দীর্ঘ দিনের পুরনো কোনও রোগের আরোগ্যলাভ সম্ভব। ধনভাব অতিশয় শুভ। অর্থোপার্জন খুব ভাল হবে, ব্যয় হবে অল্প। সুতরাং, সঞ্চয় হবে প্রচুর। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর রাখা দরকার। ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে অসদ্ভাব ও সামান্য বিরোধের যোগ আছে। কিন্তু সংযত থাকলে এই সব সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব।  বন্ধুবর্গের সঙ্গে সদ্ভাব ক্ষুণ্ণ হবে না। প্রবল শত্রুজয়ী যোগ রয়েছে। শত্রুর দ্বারা অনিষ্টের আশঙ্কা নেই বলাই চলে।  নতুন বছরে আপনি ভাল আয় করতে সক্ষম হবেন। যাঁরা প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁধের জন্য এই বছরটি অত্যন্ত শুভ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ