সিএমসি ভেলোর হাসপাতাল সম্বন্ধীয় যাবতীয় তথ্য
![]() |
ভেলোর সিএমসি।ভেলোর সিএমসি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট |
সিএমসি ভেলোর অ্যাপয়েন্টমেন্ট
অনলাইনে খুবই সহজে সিএমসি ভেলোর এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় প্রথমবার অ্যাপার্টমেন্টের
ক্ষেত্রে আপনাকে আপনার ঠিকানা মোবাইল নাম্বার মেইল আইডি ইত্যাদি দিয়ে একটি অনলাইন
রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করতে হয়। এটি প্রতিবার করতে লাগে না
শুধুমাত্র প্রথমবারের জন্য লাগে।
https://clin.cmcvellore.ac.in/webapt/New/NewInstr.aspx
PROCEED বাটনের উপরে একটি বক্স পাওয়া যাবে তাতে টিক দিন। তারপর PROCEED এ ক্লিক করুন।
রেজিস্ট্রেশন ফর্ম পেজটি খুলে যাবে। এবারে ফর্ম টি যথাযথভাবে পূরণ করুন ও পূরণ করা ফর্ম সাবমিট করুন।
করলে স্ক্রিনে তিনটি নাম্বার যথা ট্রানজিট নাম্বার রেন্ডম নাম্বার এবং ইনডেক্স নাম্বার দেখা যাবে এগুলি কোথাও লিখে
রাখলে আপনার সুবিধা হবে।
সিএমসি ভেলোর অ্যাপয়েন্টমেন্ট এ দু'ধরনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। জেনারেল ডক্টর মানে জুনিয়ার ডাক্তার এবং প্রাইভেট ডক্টর বা সিনিয়ার ডাক্তার বা বড় ডাক্তার। আপনার রেজিস্ট্রেশন এর কাজ সম্পূর্ণ হলে আপনাকে এই দুই ধরণের মধ্যে একটি বেছে নিতে হবে। যদি আপনি বড় ডাক্তার বা প্রাইভেট ডক্টর বেছে নেন তাহলে আপনাকে ডাক্তারের নামের তালিকা থেকে একটি নাম পছন্দ করতে হবে।
অফলাইন অ্যাপোয়েন্টমেন্ট: -ভেলোর এর মেন গেট এ ঢুকলেই দেখতে পাবেন SILVER GATE FOR NEW APPOINTMENT.আপনি আপনার সমস্যাটা ওখানে জানালেই ওরা নিদিষ্ট ডিপার্টমেন্ট এ এপোয়েন্টমেন্ট দিয়ে দেবে। এক্ষেত্রে আপনি ৩-৩০ দিনের মধ্যে প্রাইভেট এপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন একপ্রকার নিশ্চিত।
জরুরীকালীন ট্রিটমেন্ট:-এর জন্য আলাদা EMERGENCY বিভাগ রয়েছে, সেখানে যাবেন। ওরাই সব প্রসেস বলে দেবে।
জেনারেল অ্যাপোয়েন্টমেন্ট:- অনলাইন অথবা
অফলাইন এ করা যায়। ১-৩ দিন এর মধ্যে এপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন।
প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট:- আপনি যদি প্রাইভেট অ্যাপোয়েন্টমেন্ট চান, সেখানে প্রথমেই সিনিয়র ডাক্তাররাই রুগী দেখবেন তাই অ্যাপোয়েন্টমেন্ট পাওয়াটা একটু সময় সাপেক্ষ।
এর পর আপনার সুবিধা মত অ্যাপয়েন্টমেন্ট এর
তারিখ এবং এ্যাপয়েন্টমেন্টের জন্য ফী বাবদ টাকা প্রদানের পদ্ধতি
বেছে নিতে হবে।
![]() |
ভেলোর সিএমসি।ভেলোর সিএমসি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট |
সঠিক ডিপার্টমেন্ট নির্ধারণঃ-
আপনি অনলাইন অথবা অফলাইন কোন ডিপার্টমেন্ট
এ যাবেন, আপোয়েন্টমেন্ট নিতে গেলে কোন
ডিপার্টমেন্ট এ নেবেন সেটা জানা জরুরী, ধরুন- কানের সমস্যা- ENT, হরমোনসংক্রান্ত সমস্যা - Endocrinology, ক্যন্সার চিকিৎসার জন্য:- Oncology ইত্যাদি, ইত্যাদি তাও যদি না বুঝতে পারেন তাহলে ওদের সাইট এ
দেওয়া হেল্পলাইন এ ফোন করে জেনে নিতে পারেন। সমস্যা বললেই ওরা ডিপার্টমেন্ট বলে
দেবে। আপনার রোগ এর লক্ষন অনুযায়ী ডিপার্টমেন্ট বাছতে হবে।
সিএমসি এর মেন ৩-৪ টা বিল্ডিং:-
OPD BUILDING (outdoor patients):– আপনাকে ডাক্তার দেখবেন মুলত এই বিল্ডিং এ। এর ৫ টা ফ্লোর এ কাজ হয় সাধারনত। গ্রাউন্ড ফ্লোর:- এই ফ্লোর টা সমস্ত টেষ্ট এর জন্য বরাদ্দ। Blood, X-ray, Urine test, USG সহ প্রায় সব টেষ্ট এখানে হয়। ডাক্তার যে টেষ্ট গুলো লিখে দিয়েছে, সেই স্লিপ টা নিয়ে পেমেন্ট ক্যাস কাউন্টার এ যেতে হয়।
PMR BUILDING:- সাধারনত ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বলা যেতে পারে। বিভিন্ন ফিজিওথেরাপি এর যন্ত্রপাতি, জুতা, ডুপ্লিকেট ব্রেস্ট (সিলিকন ব্রেস্ট), ইত্যাদি সকল জিনিস এর জন্য এই ডিপার্টমেন্ট এ যেতে হয়। পেমেন্ট স্লিপ অথবা এপোয়েন্টমেন্ট লেটার এ PMR BUILDING উল্লেখ থাকবে।
WARD BUILDING:-পেশেন্ট দের
সার্জারি & ট্রিটমেন্ট এর প্রয়োজন এ এখানে পেশেন্ট
দের ভর্তি করা হয়। এত পরিস্কার পরিছন্ন & জীবাণুমুক্ত জাইগা হয়ত আপনার বাড়ির রুমগুলিও নয়। DIAGONASIS এর উপর বেশি জোর দেয়। অনেক টেষ্ট দেয়। তারপর যখন রোগ ধরা
পড়ে তখনই চিকিৎসা করে।
পেমেন্ট করার পদ্ধতিঃ-
পেমেন্ট করার জন্য CASH / DEBIT - CREDIT-ATM
CARD/ CRISS CARD ব্যাবহার করা পেমেন্ট করার স্লিপ এ লেখা
থাকবে আপনাকে কোথায় কোন রুম এ যেতে হবে।
থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-
থাকা :-এখানে রুম এর চাহিদা যেমন বেশি তেমন লজ ও আছে প্রচুর। ডবল বা ট্রিপল বেড এর রুম 250-400 থেকে শুরু করে ১৫০০-২০০০ টাকা অব্দি। আপনি CMC থেকে যত দুরত্ব বাড়াবেন তত লজের রেট কমতে থাকবে। মোটামুটি ৭-৮ মিনিট হাঁটাপথের দুরত্বে আপনি ২০০-২৫০ টাকার রুম পেয়ে যাবেন। আপনি ২৪ ঘন্টা মানে একদিনের জন্য রুম বুক করে একটু খোজাখুজি করে কম দামে ভাল রুম ও দেখতে পারেন।
খাওয়া-দাওয়া:-অজস্র বাঙ্গালী হোটেল আছে, আপনি ৪০-৬০ টাকা/মিল হিসাবে ভাত পেয়ে যাবেন। এছাড়া সাউথ ইন্ডিয়ান খাবার ও খেতে পারেন।
উচ্চরক্তচাপ মানে কি? প্রতিরোধের উপায়
"স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত"
তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজে (সিএমসি) প্রতি মাসে যত রোগী
চিকিৎসার জন্য যান, তার
একটা বড় অংশই এ রাজ্যের (পশ্চিমবঙ্গের)। সেই সিএমসি এ বার চলে এল এ রাজ্যের
স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে
জানিয়েছিলেন, ভেলোরের
সেই সিএমসি এবং নয়াদিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’-কে (এমস) রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা
হবে। সেই ঘোষণার তিন মাসের মধ্যে, চলতি মাসে প্রায় নিঃশব্দেই ভেলোর সিএমসি চলে এসেছে
স্বাস্থ্যসাথীর আওতায়। গত বছর থেকে স্বাস্থ্যসাথীর পোর্টালে ভেলোরে চিকিৎসার জন্য
নাম নথিভুক্ত করা শুরু হয়েছে।
বিঃ.দ্রঃ - সিএমসি ভেলোর এর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হওয়ার পর
তা শুধুমাত্র একটি বারের জন্য সেই তারিখ এগিয়ে আনতে বা পিছিয়ে নিয়ে যেতে
পারবেন। এই ব্যবস্থা আপনি অনলাইনেই করতে পারেন।
FAQ:
DAY: WEDNESDAY, SATURDAY
DAY: MONDAY, THURSDAY
DAY: MONDAY, THURSDAY
DAY: WEDNESDAY, SATURDAY
DAY: MONDAY, THURSDAY
0 মন্তব্যসমূহ