Banner

প্রকল্পঃ জল স্বপ্ন | জল স্বপ্ন প্রোজেক্ট | Jol Swapno Prokolpo

 

জল স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য  - সামাজিক ও পরিবেশবান্ধব প্রকল্প 

জল স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামের ২ কোটি বাড়িতে জল পৌঁছে দেওয়া। যাতে গ্রামের মানুষদের বিশুদ্ধ জলের জন্য বাইরে যেতে না হয় এবং এর খরচ বহন করবে রাজ্য সরকার। এছাড়া এটা হল একটি সামাজিক ও পরিবেশবান্ধব প্রকল্পরাজ্যবাসী এই প্রকল্পের আওতায় আসলে স্বাস্থ্য এবং পরিকাঠামো ভাবে উন্নতি হবে।

প্রকল্পঃ জল স্বপ্ন  | জল স্বপ্ন প্রোজেক্ট | Jol Swapno Prokolpo

রাজ্যের অনেক জায়গাতেই পানীয় জলের (Drinking Water) সমস্যা রয়েছে। গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা আরও বেশি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) অনেকদিন ধরেই এই সমস্যা সমাধানে ব্রতী। রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের (Jal Swapna Project) মাধ্যমে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে জন স্বাস্থ্য ও কারিগরী দফতর। তিনি আশ্বাস দিয়েছেন ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব গ্রামে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। শুধু গ্রাম নয় গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতেও পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জল স্বপ্ন প্রকল্পের লক্ষ্যই রাজ্যবাসীকে পরিশ্রুত পরিস্কার পানীয় জল প্রদান করা। এই প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ১৫.৭২ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। ২০২৪ সালে এই প্রকল্প সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিচল পশ্চিমবঙ্গ

প্রকল্পঃ জল স্বপ্ন  | জল স্বপ্ন প্রোজেক্ট | Jol Swapno Prokolpo

-সজল ধারা প্রকল্প

গত বছর গ্রাম বাংলার বাসিন্দাদের জন্য এই নয়া প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাঁচ বছরের মধ্যে দুই কোটি মানুষের কাছে এই প্রকল্পের সুবিধে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন তিনি। ৫৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। যা দিয়ে কাজও শুরু হয়েছে।স্বপ্ন বাস্তবায়িত হলে মা-বোনেদের আর দূরে গিয়ে জল আনতে হবে না। সেই সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানও। 


 

প্রকল্পঃ জল স্বপ্ন  | জল স্বপ্ন প্রোজেক্ট | Jol Swapno Prokolpo

প্রসঙ্গত, রাজ্যের প্রত্যন্ত গ্রামে এখনও পরিস্রুত পানীয় জল পাওয়া যায় না। খাবার জল টুকু আনতে হেঁটে যেতে হয় মাইলের পর মাইল রাস্তা। আর সেই কষ্ট লাঘব করতে এবার নতুন প্রকল্প নিল রাজ্য। আগামী ৫ বছরের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

এরই পাশাপাশি জেরার সমস্ত স্কুল, ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে ২০২২ সালের মধ্যে পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার  লক্ষ্যমাত্রা নিয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য প্রকল্প সমূহ

জল ছাড়া বেঁচে থাকাই এক প্রকার কঠিন। কথাতেই বলে জলের অপর নাম জীবন। তবে এখনও আমাদের দেশেং এমন অনেক জায়গা আছে যেখানে পানীয় জলের (Drinking Water) সমস্যা আজও বহাল। প্রতিদিনের পানীয় জল পেতে তাঁদের অনেক ঝুঁকি পেরোতে হয়। এবার সেই পানীয় জল (Drinking Water) পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগিয়ে গেল বাংলার নাম। গ্রামে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে উত্তরপ্রদেশ- বিহারসহ কেন্দ্রীয় সরকার শাসিত এমন একাধিক রাজ্যকে পিছনে ফেলে শীর্ষে উঠে এলো বাংলার (West Bengal) নাম। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর (Tamilnadu) নাম। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ