ওয়েব ডিজাইন কোর্স কাদের জন্য উপযুক্ত?
ওয়েব ডিজাইন কোর্স কাদের জন্য উপযুক্ত ? ওয়েব ডিজাইন কোর্স কেন শিখবো ? Web Design, ক্যারিয়ার গড়তে হলে খুব স্বাভাবিক ভাবেই মনে যে প্রশ্নগুলি উঠে আসবে তা আমাদের আলোচ্য বিষয়।
![]() |
ওয়েব ডিজাইন কোর্স | পেশা যখন Web Design |
ওয়েব ডিজাইন কি?
ওয়েব ডিজাইন হচ্ছে একটা
ওয়েবসাইটের জন্য বাহ্যিক পরিকাঠামো তৈরী করা। অর্থাৎ ওয়েবসাইট দেখতে কেমন হবে বা
এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা । ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা
পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট তৈরি করা, যেমন এটার লেয়াউট কেমন হবে, হেডারে কোথায় মেনু কেমন হবে, সাইডবার হবে কিনা এবং ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে
ইত্যাদি । ওয়েব ডিজাইনে কোন এপ্লিকেশন থাকবেনা । যেমন লগ -ইন সিস্টেম, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার
সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন বা ওয়েব এপ্লিকেশন । এসব তৈরী করতে হয়
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে । কোন প্রকার এপ্লিকেশন ছাড়া ওয়েব সাইট তৈরী করাকে
ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে
পারেন স্টাটিক ডিজাইন । ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হয়ে থাকে
। আমরা প্রতিনিয়তই অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ
করছি। এক একটা ওয়েব সাইট এক এক ধরনের। ওয়েবসাইট এর আকার, আকৃতি ও লেখা সবগুলিই আলাদা আলাদা হয়। সহজভাবে বলতে গেলে ফটোশপ, HTML ও CSS
এর সাহায্যে কিছু সংখ্যক লেখা ও ছবি কে পূর্নাঙ্গ ওয়েবসাইটে
রুপ দেওয়াকেই ওয়েব ডিজাইনিং বলা হয়।
প্রত্যেকটা ওয়েবসাইট ই এইচ.টি.এম.এল ও সিএসএস
এর সাহায্যে গঠিত হয়। অতএব, আপনি HTML ও CSS
জানলে একটা স্টাটিক ওয়েবসাইট বানাতে পারবেন। তাহলে HTML, CSS আসলে কি? এই দুইটা হলো ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা
ওয়েবসাইট তৈরি করার ভাষা যা দ্বারা আপনি ওয়েব ডিজাইনিং করতে পারবেন। আর ফটোশপ হলো
একটা ছবি ইডিট করার সফটওয়ার যা দ্বারা
আপনি আপনার ওয়েবসাইট টি আগে থেকেই ডিজাইন করে দেখতে পারবেন। পরে HTML and CSS এর সাহায্যে সে ডিজাইনকে ওয়েবসাইটে রুপান্তর করতে পারবেন।
![]() |
ওয়েব ডিজাইন কোর্স | পেশা যখন Web Design |
কেনো আমরা শিখবো
আপনি যদি মনে করেন আপনি অনলাইন এ ক্যারিয়ার গড়বেন তাহলে আপনাকে
অবশ্যই HTML
and CSS সম্পর্কে ধারনা রাখতে হবে। আপনি যে ক্ষেত্রেই
কাজ করেন না কেনো, আপনার কোন না কোন ভাবে HTML and CSS কাজে লাগবেই। আর যদি আপনি ওয়েব ডেভেলাপমেন্ট এ
ক্যারিয়ার গড়তে চান তাহলে তো আপনাকে অবশ্যই শিখতে হবে। ওয়েব ডিজাইনিং হলো ওয়েব
ডেভেলাপমেন্ট শিখার প্রথম ধাপ।
কাদের জন্য উপযুক্ত
বতর্মানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য
প্রতিটি সাইটে ২০০ ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়। অনলাইনে কাজের
কোনো শেষ নেই। বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে।
তবে যাঁরা ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে ক্যারিয়ার গড়তে চান তাঁরা ইন্টারনেট থেকে
সংগ্রহ করে নিতে পারেন নিজেদের প্রশিক্ষণ ম্যাটেরিয়াল। ইন্টারনেটে শত শত ওয়েবসাইট
রয়েছে,
যেখানে সচিত্র ওয়েবসাইট ডিজাইন শেখার সুযোগ রয়েছে। রয়েছে
ভিডিওচিত্রও। আবার ওয়েবসাইট ডিজাইনিং শেখার প্যাকেজসহ বিভিন্ন সিডি পাওয়া যায়
অনলাইনে। তবে সেগুলো টাকা দিয়ে কিনতে হয়, যেহেতু আমাদের
দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবার পক্ষে এসব ভিডিও কিনে দেখা সম্ভব নয়, তাই টরেন্ট সাইটগুলোর মাধ্যমে চাইলে সংগ্রহ করে নিতে পারেন।
ওয়েবসাইট ডিজাইনার হওয়ার জন্য মূলত এইচটিএসএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ শিখলেই হয়। আর আরেকটু ভালো পারফরম্যান্সের জন্য পিএইচপি বেসিকসহ আরো কয়েকটি প্রোগ্রামে দক্ষতা অর্জনের প্রয়োজন পড়ে। আর এসব বিষয়ে কাজ করতে করতেই অনেক কিছু শেখার এবং দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে ।
ওয়েব ডিজাইনের চাহিদা
মার্কেটে ওয়েব ডিজাইনিং এর প্রচুর পরিমান চাহিদা রয়েছে। তবে
আপনি যদি শুধুমাত্র ওয়েব ডিজাইন শিখেন তাহলে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি।
আপনাকে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে। মানে হলো ওয়েব ডেভেলাপমেন্ট শিখতে
হবে। যদি তা বেশ কঠিন হয়ে যায় তবে আপনি সাধারন ভাবে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন।
ওয়ার্ডপ্রেস হলো একটা ওয়েব কনটেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম। যা দ্বারা আপনি সহজেই
ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
কিভাবে শিখবেন?
ওয়েব ডিজাইন আপনি কয়েক ভাবেই শিখতে পারবেন । তবে অতি পরিচিত দুটি মাধ্যম হচ্ছে প্রথমটি হলো প্রশিক্ষণের মাধ্যমে আর দ্বিতীয়টি হলো টিউটোরিয়াল দেখে ।
আপনি তিনটি জিনিসের মাধ্যমে যে একটা জিনিস কে খুব সহজে আয়ত্ত করে নিতে পারে
১. কানে শুনে
২. চোখে দেখে
৩. কাজ করার মাধ্যমে ।
এই ৩টি জিনিসের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোন কিছু কে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারে । আসলে ওয়েব ডিজাইন তেমন কোন কঠিন বিষয় নয় । আপনি যদি মনে করেন কঠিন তাহলে এটি আপনার কাছে কঠিন মনে হবে আর যদি মনে করেন যে সহজ তাহলে সহজ । মূল কথা হল সেটা কঠিন হক বা সহজ হক তাতে কিছু যায় আসে না । আপনার মনোভাব টা এমন হওয়া চাই যে আমাকে শিখতেই হবে, তাহলেই আপতি শিখতে পারবেন এবং সফল হবেন ।
আয় সম্ভাবনা কেমন
এটা নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। আমার মতে শুধুমাত্র ওয়েব ডিজাইনিং শিখে তেমন আয় করা যায় না। ওয়েব ডিজাইনিং এর সাথে সাথে ওয়ার্ডপ্রেস শিখতে পারলে মাসে ৫০০ ডলার অনাআসেই আয় করা সম্ভব হবে।
ওয়েব ডিজাইন শিখতে কি কি লাগে
তেমন কোন শিক্ষাগত যোগ্যতাই লাগবে না। আপনার ইচ্ছাশক্তিটাই
যথেষ্ট। যে কেউ চাইলে ওয়েব ডিজাইন শিখতে পারে।
ওয়েব ডিজাইন শিখতে
কতদিন লাগে
আর ওয়েব ডিজাইন শিখতে গেলে একদম নতুন হিসাবে ৩-৬ মাস লাগতে
পারে। তবে কিছুটা বেশি সময় দিলে ২ মাসেই HTML and CSS ভালোভাবে আয়ত্ব করা সম্ভব। তবে মনে রাখবেন, ওয়েব ডিজাইনিং
এর সাথে ওয়েব ডেভেলাপমেন্টের নিবিড় সম্পর্ক রয়েছে। ওয়েব ডিজাইনিং শিখতে কম সময়
লাগলেও ওয়েব ডেভেলাপমেন্ট শিখতে ২ বছর পর্যন্ত লেগে যেতে পারে।
কি কি শিখতে হবে?
![]() |
ওয়েব ডিজাইন কোর্স | পেশা যখন Web Design |
এইচটিএমএল (HTML): HTML একটি মার্কআপ ভাষা। ব্রাউজার কোন একটা সাইটের ভিউয়ার যা দেখতে পায় তা এইচটিএমএল দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে। এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং যেকোনো প্রোগ্রামিং থেকে অনেক সহজ। এটা এতটাই সহজ যে যেকোনো সাধারন মানুষ যে প্রোগ্রামিং শিখতে চায় না, সেও হাসির ছলে ছলে HTML শিখে নিতে পারে। যেমন আমরা যদি কোন একটা প্যারাগ্রাফ প্রদর্শন করতে চাই তখন যেমন লিখতে হয়।
সিএসএস (CSS): এটাও একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি নির্ধারণ করে দেয় ব্রাউজার জেই কন্টেন্ট HTML দ্বারা প্রদর্শিত হবে সেটা দেখতে কেমন হবে। অর্থাৎ লেখাটার ফন্ট কত বড় হবে। পাশে কতটুকু জায়গা খালি থাকবে। একটা লেখা থেকে আরেকটার দূরত্ব কতটুকু হবে, এটির রঙ কি হবে বেকগ্রাউন্ড কি হবে, এমনকি সর্বশেষ CSS3 দিয়ে কন্টেন্টে এনিমেশন ও যুক্ত করা যায়। যেমনঃ পূর্বে আমরা একটা HTML paragraph লিখেছিলাম। এখন আমরা চাইলে নিচের কোডটুকু দিয়ে সেই প্যারাগ্রাপ এর টেক্সট এর রঙ লাল করে দিতে পারি।
জাভাস্ক্রিপ্ট/জেকুয়েরি ( java script / j Query): এই দুটোকে মূলত
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছুটা কাছাকাছি ধরা যায়। মূলত দু,টি জিনিসের কাজ একি তবে জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই একটা রূপ যা সাইটে
জাভাস্ক্রিপ্ট ব্যবহারকে অনেকটাই সহজ করে। আর এগুলোর কাজ হচ্ছে সাইটটা
ইন্টারেক্টিভ করা। অর্থাৎ ভিজিটর একটা বাটনে ক্লিক করলে মেনু ওপেন হবে। অথবা একটা
ফর্ম সাবমিট করলে কনফার্মেশন মেসেজ দেখাবে ইত্যাদি।
মূলত কাজ শুরু করতে এই কয়েকটি ল্যাঙ্গুয়েজে দক্ষতা এবং বাস্তব কাজে ব্যবহার করার যোগ্যতা অর্জন করলেই হবে। তবে এই ধরনের কাজে অভিজ্ঞতা একটি চলমান প্রক্রিয়া। উত্তরোত্তর নতুন অনেক কিছু শিখে নিজেকে আরও প্রফেশনাল আরও যোগ্য ওয়েব ডিজাইনার করে তুলতে হবে।
![]() |
ওয়েব ডিজাইন কোর্স | পেশা যখন Web Design |
ওয়েব ডিজাইন কোর্স নিজে নিজে শিখতে চাইলে কোথা থেকে শিখব ?
নিজে নিজে শিখতে চাইলে আপনাকে অবশ্যই অনলাইন থেকে হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে youtube.com হচ্ছে বেস্ট। ওয়েব ডেভেলপমেন্ট এর উপর প্রচুর টিউটোরিয়াল এবং আর্টিকেল আছে, সেগুলো থেকেও হেল্প নিতে পারেন।
কলকাতায় ওয়েব ডিজাইন কোর্স শেখানো হয় এমন কিছু প্রতিষ্ঠানের নাম ঠিকানসহ দেওয়া হলঃ-
Hi-Tech
Animation
Web Design Training Kolkata
Address: 15A, 1, Gulam Jilani Khan Rd, Topsia, Kolkata, West Bengal 700046
Academy of
Web Technologies & Information Management Web Design & SEO Training
Kolkata
Address: 20/7 P-111 Block J NEW ALIPORE KOL-53, Kolkata, West Bengal
700053
Arena Animation Kankurgachi - VFX, Graphics & Website Design Training Institute in Kolkata
Graphics and Web Design Course in Kolkata
প্রঃ ওয়েব ডিজাইন কি?
উঃ ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক পরিকাঠামো তৈরী করা। অর্থাৎ ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা ।
প্রঃ ওয়েব ডিজাইন শিখতে কি কি সফটওয়্যার লাগে?
উঃ ইচটিএসএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর্।
প্রঃ ওয়েব ডিজাইন শিখতে কতদিন সময় লাগে?
উঃ (বেসিক লেভেল) ৩-৬ মাস থেকে (অ্যাডভ্যান্সড লেভেল) ৫ বছর কোর্স অনুযায়ী।
প্রঃ ওয়েব ডিজাইন করে মাসে কত টাকা আয় করা যায়?
উঃ মাসে সর্বনিম্ন ১০০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩-৫ লাখ অবধি আয় করা সম্ভব।
প্রঃ ওয়েব ডিজাইন চাহিদা কেমন?
উঃ মার্কেটে ওয়েব ডিজাইনিং এর প্রচুর পরিমান চাহিদা রয়েছে। তবে আপনি যদি শুধুমাত্র ওয়েব ডিজাইন শিখেন তাহলে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি। আপনাকে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে।
2 মন্তব্যসমূহ
nice
উত্তরমুছুনnice post
উত্তরমুছুন